TRENDING:

Bengali News: হিমঘরে আলুর সঙ্গেই থাকবে বাদাম-মিষ্টি! তৈরি আধুনিক মাল্টি প্রোডাক্ট কোল্ড স্টোরেজ

Last Updated:

মাল্টি প্রোডাক্ট হিমঘরের ফলে অনেকটা সুবিধা হবে। আলু ছাড়াও বিভিন্ন ধরনের সবজি, বাদাম সহ একাধিক জিনিস রাখতে পারবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মাল্টি প্রোডাক্ট হিমঘর পেয়ে খুশি খানাকুলের চাষিরা। একটি সমবায় প্রায় ২০ কোটি ৬০ লক্ষ টাকা খরচ করে খানাকুল-১ ব্লকে এই হিমঘরটি তৈরি করেছে। এই হিমঘরের ধারণ ক্ষমতা সাড়ে চার লক্ষ প্যাকেট। এখানে আলু ছাড়াও বাদাম, সবজি, ফল, মিষ্টি সহ বিভিন্ন জিনিস চাষিরা সংরক্ষণ করতে পারবেন। এই হিমঘর তৈরির ফলে খানাকুলের চাষিদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
advertisement

আরও পড়ুন: কলকাতার থেকে এগিয়ে উত্তরের চা বাগান! সরকারি স্কুলে চালু ডিজিটাল ক্লাসরুম

খানাকুল-১ ব্লকের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের হেলান তিলক চক এলাকায় এই সমবায় হিমঘরটি তৈরি হয়েছে। এর ফলে আশেপাশের ১৫ থেকে ২০ টি গ্রাম গ্রামের মানুষ প্রচন্ডভাবে উপকৃত হবেন। শুধু খানাকুল নয়, আরামবাগ, পুড়শুড়ার বহু মানুষ এই হিমঘরের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এই ধরনের উদ্যোগে খুশি কৃষক থেকে সাধারণ মানুষজন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করতে এসেছিলেন ১২ ফেব্রুয়ারি আরামবাগের কালিপুরে। আর সেখানেই বিভিন্ন ধরনের উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি খানাকুলের এই মাল্টি চেম্বার এবং মাল্টি প্রোডাক্ট সমবায় হিমঘরের উদ্বোধন‌ও করেন তিনি। এই বিষয়ে কৃষকেরা জানান, মাল্টি প্রোডাক্ট হিমঘরের ফলে অনেকটা সুবিধা হবে। আলু ছাড়াও বিভিন্ন ধরনের সবজি, বাদাম সহ একাধিক জিনিস রাখতে পারবেন। এরফলে কৃষকদের উৎপাদিত ফসল অনেকদিন পর্যন্ত ভাল থাকবে। সংশ্লিষ্ট সমবায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য এই হিমঘর ব্যবহারের সুবিধা চালু হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: হিমঘরে আলুর সঙ্গেই থাকবে বাদাম-মিষ্টি! তৈরি আধুনিক মাল্টি প্রোডাক্ট কোল্ড স্টোরেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল