Bengali News: কলকাতার থেকে এগিয়ে উত্তরের চা বাগান! সরকারি স্কুলে চালু ডিজিটাল ক্লাসরুম

Last Updated:

প্রত‍্যন্ত বনবস্তি এলাকা ও চা বলয়ের পড়ুয়াদের ডিজিটাল ক্লাসরুমের সুবিধা দিতে চলেছে স্কুলগুলি। প্রথমেই এই কাজ শুরু হয়েছে কালচিনি ইউনিয়ন অ‍্যাকাডেমিতে

+
ডিজিটাল

ডিজিটাল ক্লাসরুম

আলিপুরদুয়ার: মাধ‍্যমিক স্তর থেকেই পড়ুয়াদের ডিজিটাল টেকনোলজি সম্পর্কে অবগত করবে স্কুল। পিছিয়ে পড়া এলাকাগুলিতে পড়ুয়াদের পড়াশোনোর মান উন্নয়নের জন‍্য চেষ্টা শুরু হয়েছে সরকারি স্কুলগুলিতে। পড়ুয়াদের কাছে পড়াশুনোকে সহজ করে তুলতে শুরু হয়েছে অডিও-ভিসুয়াল ক্লাস, যা ডিজিটাল ক্লাসরুম নামে পরিচিত।
আলিপুরদুয়ার জেলার প্রত‍্যন্ত বনবস্তি এলাকা ও চা বলয়ের পড়ুয়াদের ডিজিটাল ক্লাসরুমের সুবিধা দিতে চলেছে স্কুলগুলি। প্রথমেই এই কাজ শুরু হয়েছে কালচিনি ইউনিয়ন অ‍্যাকাডেমিতে। চা বলয়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে এই উদ‍্যোগ নিয়েছে স্কুল। প্রথমেই জোর দেওয়া হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশুনোর উপর। যাতে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষায় তাদের ফলাফল খারাপ না হয়, সেটি লক্ষ্য শিক্ষকদের। এই বিষয়ে কালচিনি ইউনিয়ন অ‍্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, ডিজিটাল ক্লাসরুমের ফলে পড়ুয়াদের শিক্ষালাভ আরেকটু সহজ হল। বই পড়ার পাশাপাশি তারা ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে আরও ভাল করে পড়াশোনো শিখতে এবং মনে রাখতে পারবে। বাইরে আলাদা করে টিউশন নেওয়ার দরকার পড়বে না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
চা বলয়ের ছেলে-মেয়েরাও যাতে অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে শিক্ষালাভ করতে পারে সেই লক্ষেই এই ডিজিটাল ক্লাসরুম তৈরির ভাবনা। কালচিনি ব্লকে আরও পাঁচটি স্কুলে এই ক্লাসরুম শুরু হবে বলে জানা গিয়েছে। অন‍্যান‍্য ব্লকেও এই ডিজিটাল ক্লাসরুমের সুবিধা মিলবে বলে খবর।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: কলকাতার থেকে এগিয়ে উত্তরের চা বাগান! সরকারি স্কুলে চালু ডিজিটাল ক্লাসরুম
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement