ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মতই গত ৪৮ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হয়। বাঁকুড়া জেলাতে গত ৪৮ ঘন্টাতেই বৃষ্টি হয় প্রায় ১০০ মিলিমিটার। পুরুলিয়াতেই ভারী বৃষ্টি হয়। এর জেরে কংসাবতী ও কুমারী নদী দিয়ে মুকুটমনিপুর জলাধারে বিপুল পরিমাণ জল আসতে শুরু করে।
আরও পড়ুন: বাঁকুড়া ঘুরতে গেলে অবশ্যই ঘুরে আসুন এই স্বাধীনতা সংগ্রামীর বাড়ি! যিনি জায়গা পাননি বইয়ের পাতায়!
advertisement
এদিকে পুর্বাভাস পেতেই মুকুটমনিপুর জলাধার থেকে গত সোমবার থেকে জল ছাড়া শুরু করে সেচ দফতর। ওই জলাধার থেকে প্রাথমিকভাবে ছয় হাজার কিউসেক হারে শুরু হয় জল ছাড়া। কিন্তু গত ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির জেরে ওই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করে ১৫ হাজার কিউসেক করা হয়। জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করার আগে কংসাবতী নদীর নিম্ন অববাহিকায় থাকা বাঁকুড়ার রাইপুর, সারেঙ্গা সহ একাধিক ব্লক ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক করেছে সেচ দফতর।
আরও পড়ুন: পাঁচশো টাকার নোট নিতে আতঙ্কে ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই, হঠাৎ এই বাজারে কী ঘটল
দফায় দফায় জল ছাড়া হচ্ছে মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে। জল ছাড়া দৃশ্য দেখতে গুটিকয়েক পর্যটক হাজির হয়েছেন। বৃষ্টি হচ্ছে অনবরত। আর সেই বৃষ্টির জেরে জল ছাড়তে বাধ্য হচ্ছে জলধার কর্তৃপক্ষ।
নীলাঞ্জন ব্যানার্জী