Bibhuti Bhushan Sarkar: বাঁকুড়া ঘুরতে গেলে অবশ্যই ঘুরে আসুন এই স্বাধীনতা সংগ্রামীর বাড়ি! যিনি জায়গা পাননি বইয়ের পাতায়!

Last Updated:
Bibhuti Bhushan Sarkar: স্বাধীনতা দিবসের আগে জেনে নিন বাঁকুড়ার এক স্বাধীনতার সংগ্রামীর গল্প, যাকে বইয়ের পাতায় পাবেন না।
1/6
আর মাত্র এক মাস, তারপরই স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগে জেনে নিন বাঁকুড়ার এক স্বাধীনতা সংগ্রামীর গল্প, যাকে বইয়ের পাতায় পাবেন না।
আর মাত্র এক মাস তারপরই স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগে জেনে নিন বাঁকুড়ার এক স্বাধীনতার সংগ্রামীর গল্প, যাকে বইয়ের পাতায় পাবেন না।
advertisement
2/6
ভয়াবহ ল্যান্ডমাইন বিষ্ফোরণ , প্রাণে বাঁচলেন অত্যাচারী লাটসাহেব। ঘটনার পর অধরা চার বিদ্রোহী । এই চারজনের মধ্যে মূল পান্ডা ছিলেন বাঁকুড়ার বিভূতিভূষণ সরকার এছাড়াও ছিলেন প্রফুল্ল (চাকী ) ও উল্লাসকর দত্ত ।
ভয়াবহ ল্যান্ডমাইন বিষ্ফোরণ, প্রাণে বাঁচলেন অত্যাচারী লাটসাহেব। ঘটনার পর অধরা চার বিদ্রোহী। এই চারজনের মধ্যে মূল পান্ডা ছিলেন বাঁকুড়ার বিভূতিভূষণ সরকার, এছাড়াও ছিলেন প্রফুল্ল (চাকী ) ও উল্লাসকর দত্ত।
advertisement
3/6
সমিতি ও সংগঠনের নেতৃত্বের নির্দেশ জারি হল বাঁকুড়ার বিভূতিভূষণের উপর । তাঁকে এও বলা হল, পছন্দমত সহযোদ্ধা সঙ্গে নিতে । বিভূতিভূষণের উপরই দায়িত্ব দিলেন বারীণ । প্রফুল্ল চাকীকেই সিলেক্ট করলেন বিভূতিভূষণ।
সমিতি ও সংগঠনের নেতৃত্বের নির্দেশ জারি হল বাঁকুড়ার বিভূতিভূষণের উপর। তাঁকে এও বলা হল, পছন্দমত সহযোদ্ধা সঙ্গে নিতে। বিভূতিভূষণের উপরই দায়িত্ব দিলেন বারীণ। প্রফুল্ল চাকীকেই সিলেক্ট করলেন বিভূতিভূষণ।
advertisement
4/6
বর্তমানে বাঁকুড়া শহরের বুকে লাল বাজারে গেলে দেখতে পাবেন এই মহান বিপ্লবী বিভূতিভূষণ সরকারের বাড়ি। এখনও সেই বাড়িতে রয়েছেন তাঁর পুত্রবধূ রুপা সরকার।
বর্তমানে বাঁকুড়া শহরের বুকে লাল বাজারে গেলে দেখতে পাবেন এই মহান বিপ্লবী বিভূতিভূষণ সরকারের বাড়ি। এখনও সেই বাড়িতে রয়েছেন তাঁর পুত্রবধূ রুপা সরকার।
advertisement
5/6
ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান, লাট সাহেবকে হত্যার লক্ষ্যপূরণের জন্য তাঁরা চারজনই পুরী প্যাসেঞ্জারে চড়ে বেনাপুর স্টেশনে নেমে যান তাঁরা। এখান থেকে পায়ে হেঁটে আসেন নারায়ণগড়ে । স্ট্র্যাটেজিক জোনে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যান্ডমাইন বসানোর কাজ শুরু করলেন তাঁরা।
ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান, লাট সাহেবকে হত্যার লক্ষ্যপূরণের জন্য তাঁরা চারজনই পুরি প্যাসেঞ্জারে চড়ে বেনাপুর স্টেশনে নেমে যান তাঁরা। এখান থেকে পায়ে হেঁটে আসেন নারায়ণগড়ে। স্ট্র্যাটেজিক জোনে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যান্ডমাইন বসানোর কাজ শুরু করলেন তাঁরা।
advertisement
6/6
বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরে এসে চরম আর্থিক অনটনের মুখে পড়েন এই বিপ্লবী। বিভূতিভূষণ সরকারের ছেলে সুধাংশু সরকার যাকে সকলে ভালুক সরকার বলে চিনতেন তিনিও আজ নেই। শুধু তার বাড়িতে রয়েছেন পুত্রবধূ।
বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরে এসে চরম আর্থিক অনটনের মুখে পড়েন এই বিপ্লবী। বিভূতিভূষণ সরকারের ছেলে সুধাংশু সরকার যাকে সকলে ভালুক সরকার বলে চিনতেন তিনিও আজ নেই। শুধু তার বাড়িতে রয়েছেন পুত্রবধূ।
advertisement
advertisement
advertisement