পার্থবাবুর সংযোজন, ”মুকুল রায়ের সঙ্গে অনেকক্ষণ কথা হল, উনি সব কথা মনে রাখতে পারছেন না।” ফেসবুকে মুকুল রায়ের একটা ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবি দেখে অনেকেরই ধারণা, মুকুল রায় ভীষণভাবেই অসুস্থ। এ প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, ”এই ছবিটা যিনি পোস্ট করেছেন, তিনি ভাল কাজ করেননি। তবে খারাপ লাগছে, দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি আমরা। মুকুল রায় আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন একটা সময়।”
advertisement
আরও পড়ুন: ছিল না কোনও ড্রাই ডে, পুজোতে মদে রেকর্ড আয় রাজ্যের! অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে
সরকারি ভাবে এখনও কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায়ের একটি ছবি পুজোর সময়ই প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়। আদৌ কি এটা মুকুল রায়ের ছবি? তা নিয়েও কম বিতর্ক হয়নি। এই ছবি ঘিরে নানা মন্তব্য করছেন নেটপাড়ার বাসিন্দারা। কিন্তু তৃণমূলে যোগদান করা বিজেপি বিধায়ক এখন কেমন আছেন? তাঁর দৈনন্দিন কাজকর্ম কেমন চলছে? এ নিয়ে মানুষের কৌতূহলের কোনও শেষ নেই।
আরও পড়ুন: টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব? সাম্প্রতিক গবেষণা যা বলছে, নড়েচড়ে বসছে গোটা বিশ্ব
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি যে তাঁর বাবার সেটা স্বীকার করেই নিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতির পুত্র তৃণমূল নেতা শুভ্রাংশু রায়। শুভ্রাংশু রায় বলেন, ‘বাবার শরীর খুব খারাপ। হাসপাতালে ভর্তি ছিলেন। মাথায় অস্ত্রোপচার হয়েছে। সব কিছুই তো হয়েছে। বাড়িতেই আছেন বাবা।’ এবার তাঁর সঙ্গেই দেখা করে এলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
—– অরুণ ঘোষ