TRENDING:

Mukul Roy: ভাইরাল হওয়া ছবি আদৌ কি মুকুল রায়ের? বাড়ি গেলেন পার্থ ভৌমিক, তারপর যা বললেন...

Last Updated:

Mukul Roy: পার্থ ভৌমিকের সংযোজন, ''মুকুল রায়ের সঙ্গে অনেকক্ষণ কথা হল, উনি সব কথা মনে রাখতে পারছেন না।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁচরাপাড়া: অসুস্থ মুকুল রায়কে দেখতে গেলেন সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। পার্থবাবু তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থ জীবন কামনা করেন। পার্থ ভৌমিক বলেন, ”উনি (মুকুল রায়) ভালই আছেন। শারীরিক কিছু অসুবিধা রয়েছে। শুভ্রাংশু বাবার দেখাশোনা করছেন।”
কেমন আছেন মুকুল রায়?
কেমন আছেন মুকুল রায়?
advertisement

পার্থবাবুর সংযোজন, ”মুকুল রায়ের সঙ্গে অনেকক্ষণ কথা হল, উনি সব কথা মনে রাখতে পারছেন না।” ফেসবুকে মুকুল রায়ের একটা ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবি দেখে অনেকেরই ধারণা, মুকুল রায় ভীষণভাবেই অসুস্থ। এ প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, ”এই ছবিটা যিনি পোস্ট করেছেন, তিনি ভাল কাজ করেননি। তবে খারাপ লাগছে, দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি আমরা। মুকুল রায় আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন একটা সময়।”

advertisement

আরও পড়ুন: ছিল না কোনও ড্রাই ডে, পুজোতে মদে রেকর্ড আয় রাজ্যের! অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে

সরকারি ভাবে এখনও কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায়ের একটি ছবি পুজোর সময়ই প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়। আদৌ কি এটা মুকুল রায়ের ছবি? তা নিয়েও কম বিতর্ক হয়নি। এই ছবি ঘিরে নানা মন্তব্য করছেন নেটপাড়ার বাসিন্দারা। কিন্তু তৃণমূলে যোগদান করা বিজেপি বিধায়ক এখন কেমন আছেন? তাঁর দৈনন্দিন কাজকর্ম কেমন চলছে? এ নিয়ে মানুষের কৌতূহলের কোনও শেষ নেই।

advertisement

আরও পড়ুন: টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব? সাম্প্রতিক গবেষণা যা বলছে, নড়েচড়ে বসছে গোটা বিশ্ব

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি যে তাঁর বাবার সেটা স্বীকার করেই নিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতির পুত্র তৃণমূল নেতা শুভ্রাংশু রায়। শুভ্রাংশু রায় বলেন, ‘বাবার শরীর খুব খারাপ। হাসপাতালে ভর্তি ছিলেন। মাথায় অস্ত্রোপচার হয়েছে। সব কিছুই তো হয়েছে। বাড়িতেই আছেন বাবা।’ এবার তাঁর সঙ্গেই দেখা করে এলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

—– অরুণ ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mukul Roy: ভাইরাল হওয়া ছবি আদৌ কি মুকুল রায়ের? বাড়ি গেলেন পার্থ ভৌমিক, তারপর যা বললেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল