Alcohol Sell in Durga Puja 2023: ছিল না কোনও ড্রাই ডে, পুজোতে মদে রেকর্ড আয় রাজ্যের! অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Alcohol Sell in Durga Puja 2023: তুলনামূলকভাবে বাংলা মদের বিক্রি অনেকটাই কমে গেল পুজোতে। আবহাওয়া মনোরম থাকায় বিয়ারের বিক্রিও তুলনামূলকভাবে নজর কাড়তে পারল না।
কলকাতা: পুজোতে মদেই লক্ষ্মীলাভ রাজ্যের। পুজোর পাঁচ দিনে রাজ্যের আয় এবার ৬০০ কোটি ছাড়াল। গতবারের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এবার পুজোয় ছিল না কোনও ‘ড্রাই ডে’। সপ্তমী ও নবমীতে সবথেকে বেশি বিক্রি মদের। বিদেশি মদের বিক্রি সবথেকে বেশি এবারের পুজোয়।
তুলনামূলকভাবে বাংলা মদের বিক্রি অনেকটাই কমে গেল পুজোতে। আবহাওয়া মনোরম থাকায় বিয়ারের বিক্রিও তুলনামূলকভাবে নজর কাড়তে পারল না। দেশে তৈরি বিদেশি মদের বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়ল বলেই আবগারি দফতর সূত্রে খবর।
advertisement
বেশি দামি মদের বিক্রি সব থেকে বেশি হয়েছে এবারের পুজোয়। অক্টোবর মাস জুড়ে এখনও পর্যন্ত আবগারি দফতরের আয় প্রায় হাজার কোটির কাছাকাছি। গত এপ্রিল মাস থেকে অর্থাৎ চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত আফগারি দফতর আয় করে ফেলেছে ১০ হাজার কোটি টাকারও বেশি।
advertisement
দফতরের আধিকারিকদের আশা, গত আর্থিক বর্ষের তুলনায় এবার আরও ২০ শতাংশ মুনাফা বাড়বে রাজ্যের মদ থেকে। এ বছর পুজোয় সপ্তমীতে মদ থেকে আয় ১৫০ কোটির বেশি, নবমীতে আয় প্রায় ২০০ কোটি। পুজোয় সব থেকে বেশি আয় নবমীতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 30, 2023 1:59 PM IST








