Time Travel: টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব? সাম্প্রতিক গবেষণা যা বলছে, নড়েচড়ে বসছে গোটা বিশ্ব

Last Updated:

Time Travel: এই কনসেপ্টের দেখা মিলেছিল ২০১৮ সালে তৈরি ছবি ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’-এ।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: টাইম ট্রাভেলের ধারণা সম্পর্কে মানুষের মধ্যে মুগ্ধতা রয়েছে। আসলে জনপ্রিয় কথাসাহিত্যেও আমরা এই বিষয়টার সঙ্গে বহু বার পরিচিত হয়েছে। এমনকী বিভিন্ন ফিল্মেও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি বিশাল আকারের ভারি একটা মেশিনে চেপে মানুষ কয়েকশো বছর অতীত কিংবা ভবিষ্যতে পাড়ি দিচ্ছে। যদিও বিষয়টা এমনটা একেবারেই নয়। গিজমোডো নিউজলেটার অনুযায়ী, বর্তমানে বিজ্ঞানীরা ক্রিয়াকলাপ অনুকরণ করার জন্য কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট ব্যবহার করে অন্য একটা এক্সপেরিমেন্টের কথা প্রকাশ্যে এনেছেন – আসলে যে অদ্ভুত কায়দায় কোয়ান্টাম অণু পরস্পরের উপরে ক্রিয়া করে।
এই কনসেপ্টের দেখা মিলেছিল ২০১৮ সালে তৈরি ছবি ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’-এ। সাম্প্রতিক গবেষণা আসলে ছিল Gedankenexperiment। এই শব্দটি, যা অ্যালবার্ট আইনস্টাইন বাস্তব পরীক্ষার জায়গায় সম্পাদিত তাত্ত্বিক তদন্তের উল্লেখ করতে ব্যবহার করেছিলেন। এটা পদার্থবিদ্যার সীমানা যেমন আলোর গতিতে কণার গতি পরীক্ষা করার জন্য সহায়ক।
যাইহোক, ফিজিক্যাল রিভিউ লেটারে দলের সর্বশেষ কাজ একটি সিমুলেশন বর্ণনা করে, যেখানে ‘এফেক্টিভ টাইম ট্রাভেল’ রয়েছে। যে পরিস্থিতিতে দুই বা ততোধিক কোয়ান্টাম কণার বৈশিষ্ট্য একে অপরের দ্বারা নির্ধারিত হয়, তাকে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট বলা হয়। যেহেতু দুটি বা তার বেশি কণার এনট্যাঙ্গলমেন্ট একটি কোয়ান্টাম স্তরে ঘটে, তাই তাদের শারীরিক দূরত্বের মতো বিষয়গুলির মিথস্ক্রিয়ায় কোনও প্রভাব ফেলে না। এক-একটি এনট্যাঙ্গলড কণার চরিত্র বোঝা গেলে অন্য কণাটির সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
advertisement
advertisement
একটি সাম্প্রতিক গবেষণায় ক্লোজড-টাইমলাইক কার্ভস নামে একটি সম্ভাব্য টাইম-ট্রাভেলিং কৌশল গবেষণা করা হয়েছে। সেই কার্ভ হল একটা আর্ক, যা এমন একটি কণা দ্বারা গঠিত। এটা পিছনের দিকে চলে। ওই গবেষণায় বিজ্ঞানীরা একটি পরিমাপযোগ্য ফলাফল তৈরির লক্ষ্যে একটি কোয়ান্টাম ইন্টারঅ্যাকশনে ফোটোনিক প্রোবগুলি সম্পর্কে তদন্ত করেছেন।
advertisement
গিজমোডো নিউজলেটার অনুযায়ী, তাঁরা সেই ফলাফলের উপর ভিত্তি করে কোন ইনপুট সর্বোত্তম ফলাফল তৈরি করবে, তা নির্ধারণ করতে পারেন। যেহেতু এই ফলাফলটি একটি কোয়ান্টাম অপারেশনের ফলাফল হয়, তাহলে গবেষকরা ভাল ফল পাওয়ার জন্য এনট্যাঙ্গলমেন্টের মাধ্যমে কোয়ান্টাম প্রোবের মানের সামঞ্জস্য করতে পারে।
advertisement
এই গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে, টাইম ট্রাভেল এফেক্ট প্রতি চার বারে এক বার অথবা ৭৫ শতাংশ ব্যর্থতার হারে ঘটবে। গবেষকরা উচ্চ ব্যর্থতার হার সমাধানের জন্য পুরানো কণাগুলিকে সরিয়ে দেওয়ার সময় সংশোধিত তথ্য-সহ ফোটনগুলি পেয়েছিলেন, তা যাচাই করার জন্য প্রচুর পরিমাণে এনট্যাঙ্গলড ফোটন সরবরাহ করা এবং একটি ফিল্টার ব্যবহার করার প্রস্তাব দিয়েছিলেন।
advertisement
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টাম ফিজিসিস্ট এবং গবেষণাপত্রের লেখক ডেভিড আরভিডসন-শুকুর বলেন যে, “আমরা যে পরীক্ষাটির বর্ণনা দিয়েছি, তা স্ট্যান্ডার্ড (কোয়ান্টাম নয়) পদার্থবিদ্যা দিয়ে সমাধান করা অসম্ভব বলে মনে হয়। যা সময়ের স্বাভাবিক গতিকে মেনে চলে। তাই এর থেকে মনে হয় যেন কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট এমন উদাহরণ তৈরি করতে পারে, যা কার্যকর ভাবে টাইম ট্রাভেলের মতো দেখায়।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Time Travel: টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব? সাম্প্রতিক গবেষণা যা বলছে, নড়েচড়ে বসছে গোটা বিশ্ব
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement