আরও পড়ুন: জলের দরে বিক্রি হচ্ছে কাজুবাদাম! কোথায় যাচ্ছে তারপর? জানলে অবাক হবেন
এক্ষেত্রে তাদের দায়িত্বে আছেন পুরসভার পক্ষ থেকে নোডাল অফিসার। প্রথমে এই সমস্ত স্বনির্ভর মহিলাদের তাদের তত্ত্বাবধানে হবে একটি বিশেষ ট্রেনিং। এবং সেই ট্রেনিং এই তাদেরকে শিখিয়ে দেওয়া হবে কীভাবে গাছের পরিচর্যা করতে হবে অর্থাৎ কতটুকু পরিমাণ গাছকে জল দেওয়া হবে, কতটুকু সার দেওয়া হবে, গাছের কোন রোগ হলে কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে ইত্যাদি। মূলত গাছ লাগানোই নয় সেগুলিকে যত্ন সহকারে সময় দিয়ে বড় করাই এই প্রকল্পের মূল উদ্দেশ। একজন সন্তানকে বুকে আগলে রেখে মায়েরাই লালন-পালন করেন সেই কারণেই গাছের ক্ষেত্রে যাতে সেই সুবিধাটা পাওয়া যায় তার জন্যই বেছে নেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ছটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে এই দায়িত্ব আপাতত দেওয়া হয়েছে, আপাতত বেশ কয়েকটি পার্ককে বেছে নেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে সেই পার্কে যথেষ্ট পরিমাণে চাহিদা অনুযায়ী গাছ লাগিয়ে সেগুলিরও রক্ষণাবেক্ষণ করবেন তারা।
advertisement
আরও পড়ুন: কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
এ বিষয়ে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এই প্রকল্প ভেবেছেন। আজকে মায়েরা যেমন ছোট ছোট বাচ্চাদের যেভাবে মানুষ করেন সেভাবেই গাছকেও লালনপালন করবেন সেই কারণেই নিযুক্ত করেছেন, কারণ মায়েদের হাতেই সন্তান সুরক্ষিত। স্বাভাবিকভাবেই আমরা সেই কাজটা সঠিক ভাবে যাতে রূপায়িত করতে পারি সেই আশা রাখবো।





