সামান্য এক কথায় মায়ের সঙ্গে এমন কাণ্ড করে ফেললেন ছেলে যে হতবাক হয়ে গেল সবাই। সামান্য গুড় চাওয়ার জন্য মাকে এমন শাস্তি দিলেন ছেলে যে শুনলে শিউরে উঠবেন আপনিও। আসলে বৌমার কাছে গুড় চাওয়াই বোধহয় ছিল মায়ের অপরাধ! মায়ের চোখে মুখে ঘুষি মেরে দুই দিন ধরে ঘরে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে মহিলার নিজেরই ছেলের বিরুদ্ধে।
advertisement
এক বেদনাদায়ক পারিবারিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অধীনস্থ আব্দুলপুর এলাকা। ছেলের বৌয়ের কাছে সামান্য গুড় চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা মায়ের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে তার নিজের একমাত্র ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলের নাম তোহিদুল মণ্ডল।
আক্রান্ত মা, অরুণা বেওয়া, বয়সে প্রবীণ। তিনি অভিযোগ করেন, “বৌমার কাছে একটু গুড় চেয়েছিলাম খাওয়ার ইচ্ছায়। কিন্তু আমার ছেলে তোহিদুল হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে চোখে, মুখে, ও নাকে কিল, চড়, ঘুষি মারতে থাকে। এই মারধরের ফলে মুখে গভীর কালশিটে পড়ে যায় এবং চোখে ঝাপসা দেখছি।”
শুধু শারীরিক নিগ্রহেই থেমে থাকেনি অত্যাচার। অভিযোগ, ঘটনার পর থেকে টানা দুই দিন অরুণা বেওয়াকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। কোনও রকমে তিনি ওই ঘর থেকে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বুধবার হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে পৌঁছন বৃদ্ধা এবং ঘটনার কথা জানান। যদিও সেখান থেকে কোনও সুরাহা না মেলায় শেষমেশ মঙ্গলবার সকালে হরিহরপাড়া থানার দ্বারস্থ হন তিনি।
অভিযোগকারী অরুণা বেওয়া আরও জানান, “গত পৌষ মাসে আমার একমাত্র ছেলে জোর করে আমার সমস্ত জমি-জায়গা নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেয়। তারপর থেকেই তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে মারধর শুরু করেছে। কিন্তু এবার সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে।” এই ঘটনায় হরিহরপাড়া থানায় তোহিদুল মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
কৌশিক অধিকারী





