West Medinipur News: এক বোন দারুণ গায়িকা, অন্য বোন তবলা বাদক! মেদিনীপুরের যমজ বোনের অসামান্য সঙ্গীত প্রতিভা, একে অপরের পরিপূরক সূচনা-সমাপ্তি

Last Updated:

West Medinipur News: এক বোন দারুণ গান করে, অন্য বোন তাঁকে তবলায় সঙ্গ দেয়। এভাবেই দু'জনে প্রায় জীবনের ২৩টা বছর কাটিয়ে ফেলেছেন। এই যমজ বোন অসাধারণ চিত্রশিল্পীও।

+
সূচনা

সূচনা জানা ও সমাপ্তি জানা

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ একসঙ্গে জন্ম, একসঙ্গে বড় হয়ে ওঠা, একসঙ্গে নার্সিং পড়া, আবার একসঙ্গে গান করা। যদিও একজন গান করে, আরেকজন তবলা বাজায়। ওঁরা দুই যমজ বোন। যদিও বোনের চেয়ে বন্ধুটাই বেশি। সকাল থেকে সন্ধ্যা, এমনকি রাতটাও একসঙ্গেই কাটায়। কয়েক বছর আগে বাবার মৃত্যুর পর দুই বোন কিছুটা ভেঙে পড়লেও একে অপরকে সাহস জুগিয়েছে। অনেকেই ছোট্ট তানি-মুনির গল্প জানেন। তবে মেদিনীপুরের এই দুই বোনের গল্প, তাঁদের শিল্প প্রতিভা এবং একে অপরের প্রতি প্রগাঢ় ভালবাসা নেহাত কম নয়।
জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের এক অখ্যাত গ্রামে সূচনা জানা ও সমাপ্তি জানার জন্ম। দু’জনেই জি এন এম নার্সিং বিষয়ে পড়াশোনা করেছে। একটি বেসরকারি নার্সিংহোমে কাজও করছে তাঁরা। ছোটবেলায় বাবার গানের চর্চা দেখে হাতেখড়ি। নারায়ণগড় ব্লকের ইশবপুর গ্রামের এই যমজ বোনের বাবা-মা দু’জনেই চাকরিজীবী। সম্প্রতি বাবার মৃত্যু হয়েছে। তবে ছোট থেকেই বাবা-মায়ের ব্যস্ততার কারণে একে অপরের পরিপূরক তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ জঙ্গলমহলে জাঁকিয়ে বসছে বাঘের আতঙ্ক! অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে রহস্য, ফিরবে কি ২০১৮-র মর্মান্তিক স্মৃতি? কী বলছে বন দফতর?
এক বোন দারুণ গান করে, অন্য বোন তাঁকে তবলায় সঙ্গ দেয়। এভাবেই দু’জনে প্রায় জীবনের ২৩টা বছর কাটিয়ে ফেলেছেন। কোথাও যাওয়ার আগে একে অপরের চুল বেঁধে দেওয়া, ভাল করে সাজিয়ে দেওয়া কিংবা অন্যান্য কাজ করে দেয় তাঁরা। যেকোনও কাজেই দুই বোন একে অপরকে সাহায্য করে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোটবেলা থেকেই দু’জনের গান শেখা। একজন গান গায়, অপরজন তবলা বাজায়। তবে বাবার মৃত্যুর পর কিছুটা ছন্দপতন হলেও, একে অপরকে মানসিক সহযোগিতা করে ফের গানবাজনার চর্চা শুরু করেছে। শুধু তাই নয়, দু’জনেই অসাধারণ চিত্রশিল্পীও। গানবাজনার চর্চা, নিজেদের কাজ, ঘরের নানা কাজের পাশাপাশি তাঁরা রঙ-তুলি নিয়ে বসে পড়ে। ক্যানভাস কিংবা সাদা কাগজে ফুটিয়ে তোলেন নানা ছবি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এক বোন দারুণ গায়িকা, অন্য বোন তবলা বাদক! মেদিনীপুরের যমজ বোনের অসামান্য সঙ্গীত প্রতিভা, একে অপরের পরিপূরক সূচনা-সমাপ্তি
Next Article
advertisement
Indian Railways: বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
  • বৃহন্নলা সেজে ট্রেনে উঠে যাত্রীদের হয়রানি৷

  • যাত্রী হয়রানি উঠতে কড়া পদক্ষেপ রেলের৷

  • রেল মদদ পোর্টাল, ১৩৯-এ ফোন করলে দ্রুত ব্যবস্থা৷

VIEW MORE
advertisement
advertisement