আরও পড়ুন: বাংলাদেশ থেকে ফেরানো হয়েছে ৭৭৮ জন ভারতীয় পড়ুয়াকে, যোগাযোগ বাকি ৪০০০ জনের সঙ্গেও
গ্রামবাসীদর অভিযোগ, বাড়ির পাশে ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সদ্যোজাতকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করেন ওই গৃহবধূ। কিন্তু তা গ্রামবাসীরা দেখে ফেলেন। বাচ্চার কান্না শুনে ছুটে আসেন অনেকে। তাঁরাই শেষ পর্যন্ত মহিলাকে সরিয়ে সদ্যোজাতকে উদ্ধার করেন। যদিও ততক্ষণে ওই মহিলা শিশুটিকে মাটিতে পুঁতে ফেলেছিল বলে অভিযোগ করেছেন স্থানীয়েরা। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি শিশুটিকে।
advertisement
আরও পড়ুন: সব প্রস্তুতি ঠিকঠাক তো? ধর্মতলায় হাজির হয়ে দেখে নিলেন মমতা
শিশুটির মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। অভিযুক্ত মহিলা এবং তাঁর প্রেমিককে গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। রাতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই সদ্যোজাতের মাকে খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ।