TRENDING:

ফলবে সোনা! আর চিন্তা নেই চাষিদের, এই দুই সবজি নতুন পদ্ধতিতে চাষ করলেই বিপুল লাভ! শিখে নিন কৌশল

Last Updated:

Farming Tips: উদয়নারায়নপুর ব্লকের কৃষকদের বেশি লাভের মুখ দেখাবে এই দুই সবজির চাষ! নতুন উন্নত পদ্ধতিতে চাষের উদ্যোগ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: এবার আরও লাভবান হবেন উদয়নারায়নপুর ব্লকের কৃষক। কৃষকদের হাতে উন্নত বিধ এবং আধুনিক কৌশলে চাষের পরামর্শ! সরকারি সহায়তায় হাওড়ার উদয়নারায়নপুরে কৃষকদের ওল ও আদা চাষের উদ্যোগ। কখনও প্রকৃতির দুহাত ভরা আশীর্বাদে খেত জুড়ে ফসল ভরে ওঠে। আবার কখনও প্রকৃতির খামখেয়ালিতে উজার হয় চাষের জমি। উদয়নারায়নপুরে চাষের ক্ষতির অন্যতম কারণ বন্যা।
advertisement

সরকারি চাকরি করেন তরুণী, প্রেমে পড়ে বিয়ে করলেন ‘বেকার’ যুবককে! বিয়ের পর যা হল, বিশ্বাস করতে পারবেন না!

মাঝরাতে স্বামীর পাঠানো ভয়ঙ্কর রিল! দরদর করে ঘামছেন স্ত্রী…থানায় পৌঁছে বললেন, ‘স্যার, সেই হাসিটা!’

সারা বছর সুখ-দুঃখ মাথায় নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখে চাষের জমিতে বীজ বুনে উদয়নারায়নপুর ব্লকের অসংখ্য মানুষ। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি এবং পরিকল্পিতভাবে চাষ বেশি লাভজনক হতে পারে। সেইদিক গুরুত্ব রেখে ধান আলু-সহ বিভিন্ন সবজি চাষের পাশাপাশি কৃষকদের আদা ও ওল চাষে উৎসাহিত করতে উন্নত মানের বীজ তুলে দেওয়া হল সরকারি ভাবে। যার মাধ্যমে উৎপন্ন ফসলের দাম বেশি এবং চাষের খরচ কম হবে। ফলে অর্থনৈতিক ভাবে উপকৃত হবেন কৃষক। উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির মাধ্যমে কৃষকদের মধ্যে আদা ওলের বীজ বন্টন করা হয়।

advertisement

কৃষি প্রধান উদয়নারায়নপুর এখানে ধান আলু বাদাম পটল বেগুন সরষে তিল পাট চাষ হয়ে থাকে। বিকল্প চাষ এবং উন্নত বীজ ও আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষকদের সহযোগিতা প্রদান করা হচ্ছে সরকারিভাবে। এবার উদয় নারায়নপুর ব্লকে কৃষকদের সুবিধার্থে ‘ আত্মা ‘ প্রকল্পের মাধ্যমে আদা ওল চাষে উৎসাহিত করতে কৃষকদের আদা ওলের বীজ এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

advertisement

বস্তার মধ্যে মাটি এবং প্রয়োজনীয় সার ব্যবহার করে সহজে অধিক লাভজনক আদা চাষের পরামর্শ দেওয়া হয় কৃষকদের। একইসঙ্গে চাষের জমিতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওল গাছ লাগানো সেই সঙ্গে মাটিতে সহজে ওল বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয় কৃষকদের।

উন্নত মানের এমন বীজ এবং চাষের পরামর্শ পেয়ে দারুন উৎসাহিত স্থানীয় কৃষকরা।

advertisement

এ বিষয়ে উদয়নারায়নপুর ব্লক কৃষি বিভাগ জানায়, অল্প খরচে কৃষকদের বেশি লাভের মুখ দেখাতে এই চাষের উদ্যোগ। কৃষকদের সুবিধার্থে আগামী দিনে আরও লাভজনক চাষের দিশা দেখানোর কথা জানান হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফলবে সোনা! আর চিন্তা নেই চাষিদের, এই দুই সবজি নতুন পদ্ধতিতে চাষ করলেই বিপুল লাভ! শিখে নিন কৌশল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল