মাঝরাতে স্বামীর পাঠানো ভয়ঙ্কর রিল! দরদর করে ঘামছেন স্ত্রী...থানায় পৌঁছে বললেন, 'স্যার, সেই হাসিটা!'

Last Updated:
Husband-Wife Reels: মেরঠের সৌরভ রাজপুত খুনের ঘটনার পর একের পর এক সম্পর্কজনিত ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। এবার এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন এক গৃহবধূ। কী হল তাঁর সঙ্গে?
1/6
স্বামীর পাঠানো ভয়ঙ্কর রিল দেখে আঁতকে উঠতেন স্ত্রী। মাঝরাতে বারবার ফোনে ভেসে আসত অদ্ভুত কিছু ভিডিও— ব্লু ড্রামের ছবি, পচাগলা দেহ, আর এক বিকৃত হাসি… প্রতিবারই বুক কেঁপে উঠত স্ত্রীর। তিনি জানতেন, এই ভিডিও শুধু রিল নয়, এগুলো ভবিষ্যতের পূর্বাভাস।
মাঝরাতে বারবার ফোনে ভেসে আসত অদ্ভুত কিছু ভিডিও— ব্লু ড্রামের ছবি, পচাগলা দেহ, আর এক বিকৃত হাসি… প্রতিবারই বুক কেঁপে উঠত স্ত্রীর। তিনি জানতেন, এই ভিডিও শুধু রিল নয়, এগুলো ভবিষ্যতের পূর্বাভাস।
advertisement
2/6
স্বামীর পাঠানো ভয়ঙ্কর রিল দেখে আঁতকে উঠতেন স্ত্রী। শেষমেশ, একদিন কাঁপা গলায় থানায় গিয়ে বললেন— “স্যার, ওর পাঠানো রিলগুলো দেখলেই মনে হয়, আমি আর বাঁচব না।”
স্বামীর পাঠানো ভয়ঙ্কর রিল দেখে আঁতকে উঠতেন স্ত্রী। শেষমেশ, একদিন কাঁপা গলায় থানায় গিয়ে বললেন— “স্যার, ওর পাঠানো রিলগুলো দেখলেই মনে হয়, আমি আর বাঁচব না।” এর পর যা জানা গেল, ভয়ঙ্কর! 
advertisement
3/6
বিয়ের পরেই শুরু অত্যাচার! মহিলার দাবি, ২০২৩ সালের ১১ মার্চ সিভিল লাইনের জাকির নগরের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি একটি বীমা সংস্থায় কাজ করেন, অথচ স্বামী বেকার।
বিয়ের পরেই শুরু অত্যাচার! মহিলার দাবি, ২০২৩ সালের ১১ মার্চ সিভিল লাইনের জাকির নগরের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি একটি বীমা সংস্থায় কাজ করেন, অথচ স্বামী বেকার।
advertisement
4/6
বিয়ের কিছুদিনের মধ্যেই যৌতুকের দাবিতে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। এমনকি শ্বাশুড়িও বলেন— “ঘর বেচে হলেও ছেলেকে বাঁচাব, তোকেই ছুঁড়ে ফেলা হবে।”অশ্লীল ভিডিও ও ব্ল্যাকমেল
স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁর অশ্লীল ভিডিও তুলে রেখেছেন এবং ভাইরাল করার হুমকি দিচ্ছেন।
বিয়ের কিছুদিনের মধ্যেই যৌতুকের দাবিতে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। এমনকি শ্বাশুড়িও বলেন— “ঘর বেচে হলেও ছেলেকে বাঁচাব, তোকেই ছুঁড়ে ফেলা হবে।”
advertisement
5/6
অশ্লীল ভিডিও ও ব্ল্যাকমেল স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁর অশ্লীল ভিডিও তুলে রেখেছেন এবং ভাইরাল করার হুমকি দিচ্ছেন।
 স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁর অশ্লীল ভিডিও তুলে রেখেছেন এবং ভাইরাল করার হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় যেকোনও খুন বা ভয়ঙ্কর ঘটনায় বানানো রিল দেখে তা পাঠান স্ত্রীকে। বলেন— “মুসকান তো ড্রাম মেরেছে, তোকেও ঠিক তাই করব… কেউ টেরও পাবে না।”
advertisement
6/6
মীরাটের সৌরভ রাজপুত খুনের ঘটনার পর একের পর এক সম্পর্কজনিত ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। এবার এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন এক গৃহবধূ।
মেরঠের সৌরভ রাজপুত খুনের ঘটনার পর একের পর এক সম্পর্কজনিত ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। এবার এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন এই গৃহবধূ। 
advertisement
advertisement
advertisement