বিশ্বের বিভিন্ন যায়গায় অশান্তির ঘটনায় তিনি খুবই মর্মাহত। আর সে কারণেই বিশ্বশান্তির জন্য এই মহাযজ্ঞ করছেন তিনি। বিশালাকার দুইটি শঙ্খে ফুঁ দিয়ে তিনি দেশে, বিদেশে ভক্তদের কাছে পরিচিত শঙ্খবাবা হিসাবে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ঠাকুরানি চর থেকে শুরু হয়েছিল তাঁর যাত্রা। খুব ছোট থেকেই চলে এসেছিলেন সাগরে। অল্পদিনেই তিনি মহারাজের প্রিয়পাত্র হয়ে ওঠেন। ভালবাসতেন শাঁখ বাজাতে, সেই থেকেই তাঁর যাত্রা শুরু।
advertisement
আরও পড়ুন : ফ্রান্স সফর শেষ করে আমেরিকা পৌঁছলেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
এবার তিনি মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করছেন। মহালায়া থেকে শুরু হয়েছিল এই মহাযজ্ঞ। শেষ হয়েছে মাঘী পূর্ণিমাতে। যজ্ঞ শেষে শঙ্খের ধ্বনিতে মর্মরিত হয় সাগরের সমুদ্র সৈকত। এ নিয়ে শঙ্খবাবা জানিয়েছেন, পৃথিবীতে সকলের মঙ্গল হোক এটাই চান তিনি। অশান্তির পৃথিবীটা আবার সুন্দর হয়ে উঠুক। বন্ধ হোক হানাহানি, হিংসা।