TRENDING:

সাগরপাড়ে শঙ্খে ফুঁ দেন, ভিড় জমান কতশত ভক্ত... চেনেন এই 'শঙ্খবাবা'কে?

Last Updated:

মহালায়া থেকে শুরু হয়েছিল এই মহাযজ্ঞ। শেষ হয়েছে মাঘী পূর্ণিমাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বিশ্বশান্তি ফেরাতে সাগর পাড়ে শঙ্খে ফুঁ দেন শঙ্খবাবা। তাঁর কাছে এসে ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তেরা। বিশ্বশান্তি ফেরাতে সেই মহালয়া থেকে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করছেন তিনি। গিয়েছিলেন প্রয়াগরাজের কুম্ভমেলাতেও।
advertisement

বিশ্বের বিভিন্ন যায়গায় অশান্তির ঘটনায় তিনি খুবই মর্মাহত। আর সে কারণেই বিশ্বশান্তির জন্য এই মহাযজ্ঞ করছেন তিনি। বিশালাকার দুইটি শঙ্খে ফুঁ দিয়ে তিনি দেশে, বিদেশে ভক্তদের কাছে পরিচিত শঙ্খবাবা হিসাবে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ঠাকুরানি চর থেকে শুরু হয়েছিল তাঁর যাত্রা। খুব ছোট থেকেই চলে এসেছিলেন সাগরে। অল্পদিনেই তিনি মহারাজের প্রিয়পাত্র হয়ে ওঠেন। ভালবাসতেন শাঁখ বাজাতে, সেই থেকেই তাঁর যাত্রা শুরু।

advertisement

আরও পড়ুন : ফ্রান্স সফর শেষ করে আমেরিকা পৌঁছলেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন– ‘শোলে’-র ৫০ বছরের পুরনো টিকিট ভাইরাল! টিকিটের দাম দেখলে চমকে যাবেন, আজ একটা জলের বোতলও হবে না ওই টাকায় !

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবার তিনি মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করছেন। মহালায়া থেকে শুরু হয়েছিল এই মহাযজ্ঞ। শেষ হয়েছে মাঘী পূর্ণিমাতে। যজ্ঞ শেষে শঙ্খের ধ্বনিতে মর্মরিত হয় সাগরের সমুদ্র সৈকত। এ নিয়ে শঙ্খবাবা জানিয়েছেন, পৃথিবীতে সকলের মঙ্গল হোক এটাই চান তিনি। অশান্তির পৃথিবীটা আবার সুন্দর হয়ে উঠুক। বন্ধ হোক হানাহানি, হিংসা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাগরপাড়ে শঙ্খে ফুঁ দেন, ভিড় জমান কতশত ভক্ত... চেনেন এই 'শঙ্খবাবা'কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল