TRENDING:

South 24 Parganas News: জন্ম থেকেই অকেজো দুই পা, ইংরেজিতে MA! চাকরির আর্জি নিয়ে ট্রাই সাইকেল চালিয়ে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে মণিরুল

Last Updated:

South 24 Parganas News: জন্ম থেকেই দুই পা অকেজো। সর্বক্ষণের সঙ্গী, ট্রাই সাইকেল। সেই অবস্থাতেই ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করেছেন বছর চল্লিশের মনিরুল ইসলাম মণ্ডল। চাকরির দাবিতে মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জন্ম থেকেই দুই পা অকেজো। সর্বক্ষণের সঙ্গী, ট্রাই সাইকেল। সেই অবস্থাতেই ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করেছেন বছর চল্লিশের মনিরুল ইসলাম মণ্ডল। কিন্তু চাকরি মেলেনি। সংসার চালাতে ভরসা, প্রতিবন্ধী ভাতার হাজার টাকা টুকুই।
মনিরুল ইসলাম মণ্ডল
মনিরুল ইসলাম মণ্ডল
advertisement

চাকরির দাবিতে মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন জয়নগরের বহড়ুতে। কুলতলি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পথ পেরিয়েছেন ট্রাই সাইকেলে। কুলতলির কুন্দখালি গোদাবর পঞ্চায়েতের কীর্তনখোলা গ্রামের বাসিন্দা মনিরুল জানান, দক্ষিণ বারাসত কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি পান।

আরও পড়ুন: মৃণাল সেন ছবির শ্যুটিং করেছিলেন এই গ্রামে! তাঁর শতবর্ষে বিশেষ প্রদর্শনী

advertisement

পরে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন। তাঁর দাবি, স্থানীয় পঞ্চায়েত দফতরে অস্থায়ী কাজে ঢুকেছিলেন। তবে বছর দু’য়েক পরে সেই দফতর দোতলায় স্থানান্তরিত হলে কাজ যায় মনিরুলের। পরে নানা জায়গায় কাজের চেষ্টা করেছেন। কিন্তু তেমন সুযোগ মেলেনি।

আরও পড়ুন: কাদাতে এ কোন প্রাণীর পায়ের ছাপ! আতঙ্কে এলাকাবাসি

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে একটা বিহিত হতে পারে, এই ভরসায় এসেছিলেন এ দিন। হাতে লেখা একটি চিঠি ছিল সঙ্গে। তবে নিরাপত্তার কড়াকড়িতে সামনাসামনি দেখা হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। মনিরুল বলেন, ‘‘চাকরির আশায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখাটাই হল না!”

advertisement

বিষয়টি জেনে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল পরে বলেন, ‘‘আমার সঙ্গে দেখা করলে চেষ্টা করব ওঁর পাশে থাকতে।’’ তবে বিরোধীদের কটাক্ষ, ধর্মতলায় হাজার দিন পেরিয়ে গেল চাকুরিপ্রার্থীদের ধর্না। প্রতিবন্ধী যুবকের আবেদন কি আদৌ উপর মহলের কানে পৌঁছাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জন্ম থেকেই অকেজো দুই পা, ইংরেজিতে MA! চাকরির আর্জি নিয়ে ট্রাই সাইকেল চালিয়ে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে মণিরুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল