Mrinal Sen: মৃণাল সেন ছবির শ্যুটিং করেছিলেন এই গ্রামে! তাঁর শতবর্ষে বিশেষ প্রদর্শনী
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
রায়পুরের সঙ্গে জড়িত রয়েছে প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের নাম। তাঁর জন্ম শত বর্ষ উপলক্ষে রায়পুরে এবার অনুষ্ঠিত হল দুদিনের একটি প্রদর্শনী অনুষ্ঠান।
বীরভূম: রায়পুরের সঙ্গে জড়িত রয়েছে প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের নাম। তাঁর জন্ম শত বর্ষ উপলক্ষে রায়পুরে এবার অনুষ্ঠিত হল দুদিনের একটি প্রদর্শনী অনুষ্ঠান। আসলে এই রায়পুরে রয়েছে মৃণাল সেনের বেশ কিছু স্মৃতি। রায়পুর গ্রাম এবং সেখানকার জমিদার সিংহ পরিবারের অর্ধভগ্ন অট্টালিকাতেই আনুমানিক ১৯৮১-৮২ সালে বেশ কিছুদিন ধরে চলে মৃণাল সেনের পরিচালিত ‘খণ্ডহর’ সিনেমার শ্যুটিং।
আর সেই সূত্রে, এই গ্রামের মানুষের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে ওঠে শুটিং ইউনিটের। গ্রামের প্রত্যেকেই মৃণাল সেনকে খুব কাছ থেকে দেখেন তখন। গ্রামের মানুষের সঙ্গে এক অদ্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। ১৯৮৩ সালে মুক্তি পায় তার ছবি ‘খন্ডহর’। প্রায় চল্লিশ বছর পরে উত্তরপাড়া জীবনস্মৃতি আর্কাইভ ও রায়পুর যুব সংঘের যৌথ উদ্যোগে মিলান সেন পরিচালিত ২৬ টি সিনেমার প্রদর্শনী হয়।
advertisement
advertisement
দুষ্প্রাপ্য প্রচারপ্রাপ্ত চলচ্চিত্র পুস্তিকা ও বিজ্ঞাপনের প্রতিলিপি প্রদর্শনীটির পরিকল্পনা ও রূপায়ণ করেন অরিন্দম সাহা সর্দার। অনুষ্ঠানে দেখান হয় ‘খন্ডহর’ সিনেমার বেশ কিছু অংশ। এর পাশাপাশি মৃণাল সেনের সিনেমার বিভিন্ন মুহূর্ত নিয়ে চিত্রশিল্পী হিরণ মিত্রের স্কেচও প্রদর্শিত হয় এখানে।
advertisement
শনিবার এই প্রদর্শনীর অনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রায়পুর ও রজতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা পড়ুয়া-সহ এলাকার বহু সাধারণ মানুষ। সেই সঙ্গে প্রকাশিত হয় সুকেশ মন্ডলের রায়পুর সুপুর এলাকার দশটি গ্রামের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে রচিত বই ‘ইতিহাস দর্পণে রায়পুর সুপুর অঞ্চল’।
advertisement
সৌভিক রায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2024 1:07 PM IST