অভিযোগ, টাকা হাতিয়েছে সুব্রত রায় নামে বছর একান্নর এক ভুয়ো তান্ত্রিক। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুব্রতকে। নিউ ব্যারাকপুর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে নিউ দিঘার একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে।
আরও পড়ুন: রাত বাড়লেই নিউটাউনে আতঙ্কের ডাক! কে ডাকছে জানেন? ভয়ে কুঁকড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাটের বাসিন্দারা
advertisement
অভিযুক্ত নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নিউ ব্যারাকপুর কামারশালা বটতলা এলাকার বাসিন্দা মহিলার কাছ থেকে মোটা টাকা আদায় করে আসছিলেন। স্বামীর উপর নেমে আসা বিপদের ভয়ে ও সাংসারিক সমস্যা মেটাতে গিয়েই এমন বিপদে পড়েন ওই গৃহবধূ। মেদিনীপুরের গড়বেতায় বোনের বাড়িতে গিয়ে ওই তান্ত্রিকের সঙ্গে পরিচয় হয় অভিযোগকারিণীর। তান্ত্রিক তাঁকে জানায়, তাঁর স্বামীর উপর “কালাযাদু” করা হয়েছে। এমনকী আরও ভয় দেখিয়ে বলেন, তাঁর স্বামী দু’মাসের মধ্যে হার্ট ব্লকেজে মারা যাবেন! এরপরই, ভীত- সন্ত্রস্ত মহিলা উপায় জানতে চাইলে তান্ত্রিক জানায়, প্রতি মাসে বিশেষ যজ্ঞ করতে হবে।
আরও পড়ুন: একেই বলে কপাল! বাস থেকে নেমে ১২০ টাকা খরচ, তাতেই কোটি টাকা লাগল কৌশিকের, মাথা ঘুরে যাবে শুনলে
এই অজুহাতে ২০২১ সাল থেকে ২০২২ সালের মধ্যে ধাপে ধাপে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলেই অভিযোগ। স্বামীর অজান্তে স্ত্রী গয়না বিক্রি করেন, গচ্ছিত টাকা-সহ বন্ধক রাখা অর্থ অনলাইনে পাঠাতে থাকেন ওই তান্ত্রিকের অ্যাকাউন্টে। স্ত্রীর এমন বিষয়টি নিয়ে স্বামীর সন্দেহ হয়। গোটা বিষয়টি জানতে চাইলে, স্ত্রী সব কিছু খুলে বলেন। এরপর স্বামী টাকা ফেরতের চেষ্টা করলে তান্ত্রিক মোবাইল নম্বর বন্ধ করে গা ঢাকা দেয়। এরপরই পুলিশের দারস্থ হয় ওই পরিবার।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউ বারাকপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে নিউ দিঘার এক হোটেল থেকে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে নিউ বারাকপুর থানায় নিয়ে এসে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। মহিলা-সহ এই ধরনের আরও কতজনকে প্রতারণার ফাঁদে ফেলেছেন ওই ভুয়ো তান্ত্রিক তা খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Rudra Narayan Roy