ঘটনার পর পাড়া প্রতিবেশীরা তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত। কারণ চার বন্ধু মিলে যে ঘটনাটি ঘটিয়েছে, তাতে বাচ্চাদের কে বাড়ির বাইরে ছাড়তে ভয় পাচ্ছে তারা।
আরও পড়ুন: ফের শিরোনামে কুন্তল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশ! এবার যা হতে চলেছে…
প্রসঙ্গত, সাতদিন ধরে নিখোঁজ থাকার পর গত সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে এক অর্ধনগ্ন অবস্থায় পাপাই দাস নামের এক নাবালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃত পাপাই এলাকাতে শান্তশিষ্ট হিসেবেই পরিচিত ছিল। সকলকে সম্মান করতো। এবং তার বন্ধুরা এই ঘটনার পরে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল বলেই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনার পরে অন্য অভিভাবকরাও এখন আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ পরিবারের সন্তানরা বর্তমানে মোবাইল ফোনের উপরে আকৃষ্ট। তারাও তাদের বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে। আর এই ঘটনা যে পুনরাবৃত্তি হবে না তা নিয়েই তীব্র চিন্তিত এলাকার বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, তাদের ওপর যে অ্যাসিড হামলা হবে না তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
আরও পড়ুন: এই গ্রামে ঘরে অতিথি এলে তাঁর সঙ্গেই রাত কাটান বাড়ির স্ত্রী! কোথায় এই গ্রাম জানেন?
মৃত পাপাই দাস এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও টেষ্ট পরীক্ষা দেইনি। যার কারণে এবছর আর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেনি। দিনরাত মোবাইল গেম ছিল সঙ্গী। আর সেই মোবাইল গেম কেড়ে নিল নাবালকের প্রাণ। মৃত পাপাইয়ের মা পূর্ণিমা দাস পরিচালিকার কাজ করে ছেলেদের কে মানুষ করছিলেন। কিন্তু গেম খেলতে গিয়ে সব শেষ। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের মা। ফাঁসির দাবি করেছেন অভিযুক্ত চার নাবালকের।পুলিশ সুত্রে জানাযায়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে এলাকারই চার বন্ধু। মোবাইলে অন লাইন গেম খেলাকে কেন্দ্র করে হ্যাকিং এর শিকার হয় নাবালক। খুন হয় নাবালক। সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
— কৌশিক অধিকারী