Primar Scam Kuntal Ghosh: ফের শিরোনামে কুন্তল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশ! এবার যা হতে চলেছে...

Last Updated:

Primar Scam Kuntal Ghosh: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, কুন্তলের এই আবেদনের কোন যথার্থতা নেই। ভবিষ্যতে কুন্তলকে সতর্ক থাকতে হবে এই ধরনের আবেদনের ক্ষেত্রে।

কুন্তলকে সতর্ক করলেন বিচারপতি
কুন্তলকে সতর্ক করলেন বিচারপতি
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের কুন্তল ঘোষকে সতর্ক করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই আদালতে কোনও আবেদন করার আগে কুন্তল ঘোষকে সতর্ক হয়ে করতে হবে। পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কুন্তল একটি আবেদন করেন নিম্ন আদালতে। সেখানে কুন্তল জানান, তার সই নিয়েছে সিবিআই। সেটি CFSL-এ পাঠানো হয়েছে। সিএফএসএল-এর কপি যাতে তাকে দেওয়া হয়।
কুন্তল ঘোষের আবেদন সিবিআই বিশেষ আদালতে। সেই আবেদন আজ খতিয়ে দেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি কুন্তল ঘোষকে।
advertisement
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, কুন্তলের এই আবেদনের কোন যথার্থতা নেই। ভবিষ্যতে কুন্তলকে সতর্ক থাকতে হবে এই ধরনের আবেদনের ক্ষেত্রে। এছাড়াও এই ধরনের অভিযুক্তরা আইনজীবী মারফত হাতে লিখে বিভিন্ন আবেদন করছেন। সেগুলি প্রায় পড়া অসম্ভব। কুন্তল সহ বাকিদের এই ধরণের সব আবেদন যাতে ভাল করে টাইপ করা ফর্মে করা হয় তার নির্দেশ দেন। ভবিষ্যতে এই ধরনের হাতের লেখা আবেদন গ্রহণ করা হবে না সিবিআই কোর্টে। মামলার পরবর্তী শুনানি ৮ ফ্রেব্রুয়ারি।
advertisement
৯ জানুয়ারি বিচারপতি নির্দেশ দেন, প্রাথমিক দুর্নীতি মামলার চার্জগঠনে দেরি হচ্ছে, অভিযুক্তদের একাধিক আবেদনের ভিড়ের শুনানি করতে গিয়ে। অভিযুক্তরা সিবিআই বিশেষ আদালতে আবেদন করলে তা আগে হাইকোর্টে পাঠাতে হবে। সেই নির্দেশ মেনে কুন্তলের আবেদনের কপি পেশ হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এরপরই কুন্তল ঘোষকে সতর্ক করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primar Scam Kuntal Ghosh: ফের শিরোনামে কুন্তল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশ! এবার যা হতে চলেছে...
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement