TRENDING:

MLA Viral Video: স্ত্রীর টিকিটে বিধায়কের সঙ্গে মহিলা 'কে'? TTE হাতেনাতে ধরতেই যা করে বসলেন...! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, দেখুন 

Last Updated:

MLA Viral Video: বহরমপুর থেকে কলকাতা যাওয়ার পথে ভাগীরথী এক্সপ্রেসে এসি কোচে যাচ্ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, আর তাঁর সামনের সিটে ছিলেন জলঙ্গীর বিধায়কও। অভিযোগ বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের সঙ্গে থাকা মহিলা নাকি কোনও যাত্রী টিকিট না কেটেই উঠেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: বহরমপুর থেকে কলকাতা যাওয়ার পথে ভাগীরথী এক্সপ্রেসে এসি কোচে যাচ্ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। অভিযোগ তার পাশে থাকা মহিলা সঙ্গী তাঁরই স্ত্রীর টিকিটে যাত্রা করছিলেন। আর তা নজরে পড়ে যায় টিটির। আর সেই নিয়ে শুরু হয় ট্রেনের মধ্যেই দু’পক্ষের বচসা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
advertisement

জানা যায় বহরমপুর থেকে কলকাতা যাওয়ার পথে ভাগীরথী এক্সপ্রেসে এসি কোচে যাচ্ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, আর তাঁর সামনের সিটে ছিলেন জলঙ্গীর বিধায়কও। অভিযোগ বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের সঙ্গে থাকা মহিলা নাকি কোনও যাত্রী টিকিট না কেটেই উঠেছিলেন। এমনকি পাশে থাকা মহিলা কানাই চন্দ্র মণ্ডলের স্ত্রীর নামের টিকিটের বদলে অন্য মহিলা যাত্রী হিসেবে বসেছিলেন। তাঁর কাছে ছিল শুধুমাত্র একটি জেনারেল টিকিট। আর তা নজরে পড়ে টিটির। আর সেই নিয়ে শুরু হয় ট্রেনের মধ্যেই বচসা। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

advertisement

দেখা যায়, নবগ্রামের তৃণমূল বিধায়ক পাশে একজনকে নিয়ে ট্রেনে বসে আসছিলেন যার কাছে কোনও বৈধ টিকিটই ছিল না। টিটি প্রশ্ন করাতে বিধায়ক টিটি-কে ভয় দেখানো শুরু করেন। বিধায়কের আচরণে যাত্রীরা তীব্র প্রতিবাদ করেন। বিধায়ক বলেন কোর্টে যেতে।

আরও পড়ুন:স্কুল পড়ুয়াদের জন্য বড় সুখবর..! সেপ্টেম্বরে তিন তিনদিন টানা ছুটি রাজ্যে? চেক করে নিন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা

advertisement

View More

কিন্তু ঠিক কি হয়েছিল? যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ট্রেনের অন্দরে টিকিট পরীক্ষকের প্রশ্নের মুখে পড়েছেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল-এর পোস্টে অভিযোগ করা হয়েছে। কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে ২ জন সফর করছিলেন, তাঁদের মধ্যে একজনের কাছে ছিল না নিজের টিকিট। এদিকে, ভিডিওতে শোনা যাচ্ছে, এক পুরুষ কণ্ঠ বলছে, ‘আপনি এমএলএ বলে যা খুশি করবেন?’ একইসঙ্গে মহিলা কণ্ঠও সরব হতে থাকে। এক মহিলা বলছেন, ‘ট্রেনে এমন একটা হ্যাজার্ড.. একটা ক্যাওস সৃষ্টি করছেন, অন্যের টিকিট-এ চলে আসবেন?’

advertisement

আরও পড়ুন: ‘বুদ্ধবাবু বলেছিলেন…’, বিধানসভায় মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর! যা বললেন বিরোধী দলনেতা

এরপরই এই বক্তব্যের জবাব দিতে উদ্যত হন তৃণমূলের বিধায়ক। পাল্টা সহযাত্রীরা আরও সরব হন। মহিলা কণ্ঠ বলতে শুরু করেন,’আপনি টিটিইকে টিকিট দেখান’। এই পরিস্থিতিতে গলা চড়াতে দেখা যায় বিধায়ককে। পাল্টা সহযাত্রীরাও সরব হতে থাকেন। অনেককে দেখা যায়, ঘটনার ভিডিও করতে। তখন দেখা যায়, আরও একজন বক্তব্য রাখছেন বিধায়কের হয়ে। আবারও মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, ‘জেনারেলের টিকিট নিয়ে আপনি এখানে বসে..’। আর এই কথোপকথনের ভিডিও ঘিরেই উত্তাল হয়েছে নেটপাড়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
MLA Viral Video: স্ত্রীর টিকিটে বিধায়কের সঙ্গে মহিলা 'কে'? TTE হাতেনাতে ধরতেই যা করে বসলেন...! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, দেখুন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল