School Holiday WB List September 2024: স্কুল পড়ুয়াদের জন্য বড় সুখবর..! সেপ্টেম্বরে তিন তিনদিন টানা ছুটি রাজ্যে? চেক করে নিন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা

Last Updated:
School Holiday List September 2024: সেপ্টেম্বর মানেই গোটা দেশ তথা রাজ্য জুড়ে উৎসবে মরশুম। অগাস্টে খুব একটা ছুটি না থাকলেও এই সেপ্টেম্বর মাসে রয়েছে বেশ কিছু ছুটি। আবার কোনও ছুটির সঙ্গে শনি, রবিবারের ছুটি জুড়ে গেলে তো সোনায় সোহাগা।
1/15
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। অক্টোবর মাস মানেই পুজোর ছুটি। কিন্তু কম যায় না সেপ্টেম্বর মাসও। এই মাসেও একের পর এক উৎসব। পুজোর শুরুও খানিকটা এই মাস থেকেই। তাই ছুটির আনন্দে মাতে গোটা বাংলা।
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। অক্টোবর মাস মানেই পুজোর ছুটি। কিন্তু কম যায় না সেপ্টেম্বর মাসও। এই মাসেও একের পর এক উৎসব। পুজোর শুরুও খানিকটা এই মাস থেকেই। তাই ছুটির আনন্দে মাতে গোটা বাংলা।
advertisement
2/15
গোটা সেপ্টেম্বর জুড়েই এবারে রয়েছে বেশ কয়েকটি ছুটি। সেক্ষেত্রে WB School Holiday List – অনুসারে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথা স্কুল, কলেজ এবং রাজ্য জুড়ে সরকারি অফিসে থাকছে বেশ কয়েকটি ছুটি। এবারে দেখে নিন সেপ্টেম্বর মাসের পূর্ণাঙ্গ ছুটির তালিকা।
গোটা সেপ্টেম্বর জুড়েই এবারে রয়েছে বেশ কয়েকটি ছুটি। সেক্ষেত্রে WB School Holiday List – অনুসারে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথা স্কুল, কলেজ এবং রাজ্য জুড়ে সরকারি অফিসে থাকছে বেশ কয়েকটি ছুটি। এবারে দেখে নিন সেপ্টেম্বর মাসের পূর্ণাঙ্গ ছুটির তালিকা।
advertisement
3/15
সেপ্টেম্বর মানেই গোটা দেশ তথা রাজ্য জুড়ে উৎসবে মরশুম। অগাস্টে খুব একটা ছুটি না থাকলেও এই সেপ্টেম্বর মাসে রয়েছে বেশ কিছু ছুটি। আবার কোনও ছুটির সঙ্গে শনি, রবিবারের ছুটি জুড়ে গেলে তো সোনায় সোহাগা।
সেপ্টেম্বর মানেই গোটা দেশ তথা রাজ্য জুড়ে উৎসবে মরশুম। অগাস্টে খুব একটা ছুটি না থাকলেও এই সেপ্টেম্বর মাসে রয়েছে বেশ কিছু ছুটি। আবার কোনও ছুটির সঙ্গে শনি, রবিবারের ছুটি জুড়ে গেলে তো সোনায় সোহাগা।
advertisement
4/15
শিক্ষক দিবস, ফতোয়া-দোয়াজ-দাহাম, বিশ্বকর্মা পুজো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর মতো বিশেষ দিন আছে এই সেপ্টেম্বরে। সেই পরিস্থিতিতে এই মাসে কবে কবে সরকারি অফিস এবং স্কুলে ছুটি থাকবে? চলুন দেখে নেওয়া যাক।
শিক্ষক দিবস, ফতোয়া-দোয়াজ-দাহাম, বিশ্বকর্মা পুজো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর মতো বিশেষ দিন আছে এই সেপ্টেম্বরে। সেই পরিস্থিতিতে এই মাসে কবে কবে সরকারি অফিস এবং স্কুলে ছুটি থাকবে? চলুন দেখে নেওয়া যাক।
advertisement
5/15
তালিকা বলছে, সেপ্টেম্বরে সরকারি অফিসে মাত্র একদিনই ছুটি থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে যে ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। তবে ১৬ সেপ্টেম্বর দিনটি সোমবার হওয়ায় অগাস্টের পরে সেপ্টেম্বরেও একটা লম্বা 'উইকেন্ড' পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।
তালিকা বলছে, সেপ্টেম্বরে সরকারি অফিসে মাত্র একদিনই ছুটি থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে যে ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। তবে ১৬ সেপ্টেম্বর দিনটি সোমবার হওয়ায় অগাস্টের পরে সেপ্টেম্বরেও একটা লম্বা 'উইকেন্ড' পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।
advertisement
6/15
একটানা ছুটির আনন্দে অনেকেই টুক করে বানিয়ে ফেলেন বেড়ানোর প্ল্যান। কেউ কেউ আবার পছন্দ করেন পরিবারের সঙ্গে সময় কাটানো। কাছে পিঠে ঘুরতে যাওয়া, রেস্তোরায় খাওয়া আর শপিং। পুজো তো এসেই গেল!
একটানা ছুটির আনন্দে অনেকেই টুক করে বানিয়ে ফেলেন বেড়ানোর প্ল্যান। কেউ কেউ আবার পছন্দ করেন পরিবারের সঙ্গে সময় কাটানো। কাছে পিঠে ঘুরতে যাওয়া, রেস্তোরায় খাওয়া আর শপিং। পুজো তো এসেই গেল!
advertisement
7/15
সেপ্টেম্বর মাসে রবিবার রয়েছে পাঁচ পাঁচটি। তবে এই সাপ্তাহিক ছুটির পাশাপাশি রাজ্যের স্কুল-কলেজে বেশ কিছু অন্যান্য ছুটি থাকবে। এই ছুটির ওপরে ভিত্তি করেই অনেকে বিভিন্ন স্থানে বেড়াতে যাবার প্ল্যানিং করে থাকেন আগে থেকেই। সেপ্টেম্বরের ৫টি রবিবার হল যথাক্রমে ১, ৮, ১৫, ২২, ২৯। এর সঙ্গে যুক্ত হতে চলেছে আরও ২টি নিশ্চিত উপরি ছুটি। এবার দেখুন তালিকা।
সেপ্টেম্বর মাসে রবিবার রয়েছে পাঁচ পাঁচটি। তবে এই সাপ্তাহিক ছুটির পাশাপাশি রাজ্যের স্কুল-কলেজে বেশ কিছু অন্যান্য ছুটি থাকবে। এই ছুটির ওপরে ভিত্তি করেই অনেকে বিভিন্ন স্থানে বেড়াতে যাবার প্ল্যানিং করে থাকেন আগে থেকেই। সেপ্টেম্বরের ৫টি রবিবার হল যথাক্রমে ১, ৮, ১৫, ২২, ২৯। এর সঙ্গে যুক্ত হতে চলেছে আরও ২টি নিশ্চিত উপরি ছুটি। এবার দেখুন তালিকা।
advertisement
8/15
WB School Holiday 2024১ সেপ্টেম্বর – রবিবার ৮ সেপ্টেম্বর – রবিবার ১৫ সেপ্টেম্বর – রবিবার ২২ সেপ্টেম্বর – রবিবার ২৯ সেপ্টেম্বর – রবিবার
WB School Holiday 2024১ সেপ্টেম্বর – রবিবার ৮ সেপ্টেম্বর – রবিবার ১৫ সেপ্টেম্বর – রবিবার ২২ সেপ্টেম্বর – রবিবার ২৯ সেপ্টেম্বর – রবিবার
advertisement
9/15
এছাড়াও মাসের বাকি কোন কোন দিনে থাকছে ছুটি? দেখে নিন ছুটির ক্যালেন্ডারটি।৫ সেপ্টেম্বর – শিক্ষক দিবস (স্কুলে পালন করা হয়) ১৬ সেপ্টেম্বর – (সোমবার) ফতোয়া-দোয়াজ-দাহাম উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে স্কুল ছুটি
এছাড়াও মাসের বাকি কোন কোন দিনে থাকছে ছুটি? দেখে নিন ছুটির ক্যালেন্ডারটি।৫ সেপ্টেম্বর – শিক্ষক দিবস (স্কুলে পালন করা হয়) ১৬ সেপ্টেম্বর – (সোমবার) ফতোয়া-দোয়াজ-দাহাম উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে স্কুল ছুটি
advertisement
10/15
১৭ সেপ্টেম্বর – (মঙ্গলবার) বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্কুল কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।২৬ সেপ্টেম্বর -- (বৃহস্পতিবার) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী
১৭ সেপ্টেম্বর – (মঙ্গলবার) বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্কুল কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।২৬ সেপ্টেম্বর -- (বৃহস্পতিবার) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী
advertisement
11/15
পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে অবশ্য সেপ্টেম্বরে একাধিক ছুটি থাকবে। শিক্ষক দিবসের কারণে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে ১৬ সেপ্টেম্বর (সোমবার), বিশ্বকর্মা পুজোর কারণে ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটি থাকবে। তবে ৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের।
পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে অবশ্য সেপ্টেম্বরে একাধিক ছুটি থাকবে। শিক্ষক দিবসের কারণে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে ১৬ সেপ্টেম্বর (সোমবার), বিশ্বকর্মা পুজোর কারণে ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটি থাকবে। তবে ৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের।
advertisement
12/15
এবার জানুন হাইস্কুল গুলিতে কবে কবে ছুটি থাকবে ছুটি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে ১৬ সেপ্টেম্বর (সোমবার) স্কুল ছুটি থাকবে। শিক্ষক দিবসের কারণে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শিক্ষক এবং পড়ুয়াদের স্কুলে যেতে হবে।
এবার জানুন হাইস্কুল গুলিতে কবে কবে ছুটি থাকবে ছুটি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে ১৬ সেপ্টেম্বর (সোমবার) স্কুল ছুটি থাকবে। শিক্ষক দিবসের কারণে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শিক্ষক এবং পড়ুয়াদের স্কুলে যেতে হবে।
advertisement
13/15
এই মাসের বিশেষ আকর্ষণ হল টানা ছুটি। এক্ষেত্রে সেপ্টেম্বরে থাকছে টানা ছুটির সুবিধাও। এই সেপ্টেম্বরের তৃতীয় রবিবার তথা ১৫ সেপ্টেম্বর হচ্ছে রবিবার। আর এর পরেই সোমবার তথা ১৬ সেপ্টেম্বর তারিখেও থাকছে সরকারি ছুটি। আর তাতেই পড়ুয়াদের আনন্দ হতে চলেছে ডবল।
এই মাসের বিশেষ আকর্ষণ হল টানা ছুটি। এক্ষেত্রে সেপ্টেম্বরে থাকছে টানা ছুটির সুবিধাও। এই সেপ্টেম্বরের তৃতীয় রবিবার তথা ১৫ সেপ্টেম্বর হচ্ছে রবিবার। আর এর পরেই সোমবার তথা ১৬ সেপ্টেম্বর তারিখেও থাকছে সরকারি ছুটি। আর তাতেই পড়ুয়াদের আনন্দ হতে চলেছে ডবল।
advertisement
14/15
একটানা ছুটি থাকছে কোন সপ্তাহে?১৪ সেপ্টেম্বর শনিবার স্কুলে থাকে অর্ধ দিবস ছুটি। এরপর ১৫ সেপ্টেম্বর রবিবার এবং এরপর দু’দিন তথা ১৬ ও ১৭ সেপ্টেম্বর যথাক্রমে সোমবার ও মঙ্গলবার স্কুল বন্ধ থাকবে।স্বাভাবিকভাবেই সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে স্কুল পড়ুয়ারা এবং শিক্ষকরা একটানা ৩ দিন ছুটি পাবেন।
একটানা ছুটি থাকছে কোন সপ্তাহে?১৪ সেপ্টেম্বর শনিবার স্কুলে থাকে অর্ধ দিবস ছুটি। এরপর ১৫ সেপ্টেম্বর রবিবার এবং এরপর দু’দিন তথা ১৬ ও ১৭ সেপ্টেম্বর যথাক্রমে সোমবার ও মঙ্গলবার স্কুল বন্ধ থাকবে।স্বাভাবিকভাবেই সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে স্কুল পড়ুয়ারা এবং শিক্ষকরা একটানা ৩ দিন ছুটি পাবেন।
advertisement
15/15
প্রসঙ্গত, সেপ্টেম্বর শেষ হয়ে গেলে অক্টোবর থেকে স্কুল-কলেজে তো ছুটির পর ছুটি। সরকারি অফিস, স্কুল, কলেজে পরের মাস থেকেই উৎসবের ছুটি। মহালয়া ও গান্ধি জয়ন্তী উপলক্ষে আগামী ২ অক্টোবর ছুটি থাকবে। দুর্গাপুজোর জন্য আগামী ৭ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে।
প্রসঙ্গত, সেপ্টেম্বর শেষ হয়ে গেলে অক্টোবর থেকে স্কুল-কলেজে তো ছুটির পর ছুটি। সরকারি অফিস, স্কুল, কলেজে পরের মাস থেকেই উৎসবের ছুটি। মহালয়া ও গান্ধি জয়ন্তী উপলক্ষে আগামী ২ অক্টোবর ছুটি থাকবে। দুর্গাপুজোর জন্য আগামী ৭ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে।
advertisement
advertisement
advertisement