School Holiday WB List September 2024: স্কুল পড়ুয়াদের জন্য বড় সুখবর..! সেপ্টেম্বরে তিন তিনদিন টানা ছুটি রাজ্যে? চেক করে নিন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
School Holiday List September 2024: সেপ্টেম্বর মানেই গোটা দেশ তথা রাজ্য জুড়ে উৎসবে মরশুম। অগাস্টে খুব একটা ছুটি না থাকলেও এই সেপ্টেম্বর মাসে রয়েছে বেশ কিছু ছুটি। আবার কোনও ছুটির সঙ্গে শনি, রবিবারের ছুটি জুড়ে গেলে তো সোনায় সোহাগা।
advertisement
advertisement
advertisement
advertisement
তালিকা বলছে, সেপ্টেম্বরে সরকারি অফিসে মাত্র একদিনই ছুটি থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে যে ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। তবে ১৬ সেপ্টেম্বর দিনটি সোমবার হওয়ায় অগাস্টের পরে সেপ্টেম্বরেও একটা লম্বা 'উইকেন্ড' পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।
advertisement
advertisement
সেপ্টেম্বর মাসে রবিবার রয়েছে পাঁচ পাঁচটি। তবে এই সাপ্তাহিক ছুটির পাশাপাশি রাজ্যের স্কুল-কলেজে বেশ কিছু অন্যান্য ছুটি থাকবে। এই ছুটির ওপরে ভিত্তি করেই অনেকে বিভিন্ন স্থানে বেড়াতে যাবার প্ল্যানিং করে থাকেন আগে থেকেই। সেপ্টেম্বরের ৫টি রবিবার হল যথাক্রমে ১, ৮, ১৫, ২২, ২৯। এর সঙ্গে যুক্ত হতে চলেছে আরও ২টি নিশ্চিত উপরি ছুটি। এবার দেখুন তালিকা।
advertisement
advertisement
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে অবশ্য সেপ্টেম্বরে একাধিক ছুটি থাকবে। শিক্ষক দিবসের কারণে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে ১৬ সেপ্টেম্বর (সোমবার), বিশ্বকর্মা পুজোর কারণে ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটি থাকবে। তবে ৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের।
advertisement
এবার জানুন হাইস্কুল গুলিতে কবে কবে ছুটি থাকবে ছুটি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে ১৬ সেপ্টেম্বর (সোমবার) স্কুল ছুটি থাকবে। শিক্ষক দিবসের কারণে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শিক্ষক এবং পড়ুয়াদের স্কুলে যেতে হবে।
advertisement
advertisement
advertisement