Suvendu Adhikari: 'বুদ্ধবাবু বলেছিলেন...', বিধানসভায় মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর! যা বললেন বিরোধী দলনেতা

Last Updated:

Suvendu Adhikari: রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল। আইনমন্ত্রী মলয় ঘটক মঙ্গলবার পেশ করেন ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)।' এদিন এই বিলের সংশোধনী নিয়ে আলোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিলে সমর্থন জানানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে কার্যত বেনজির আক্রমণ করেন শুভেন্দু।

মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর
মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর
কলকাতা: রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল। আইনমন্ত্রী মলয় ঘটক মঙ্গলবার পেশ করেন ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)।’ এদিন এই বিলের সংশোধনী নিয়ে আলোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিলে সমর্থন জানানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে কার্যত বেনজির আক্রমণ করেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারী বলেন, ‘সংখ্যা শেষ কথা বলে না। শেষ কথা বলে জনগন। বুদ্ধবাবু বলেছিলেন আমরা ২৩৫ তোমরা ৩০। তখন আমিও ছিলাম। এই বিল নতুন কিছু নয়। এই বিল হল আন্দোলন থামাও সরকার বাঁচাও। নজর ঘোরাও।’
শুভেন্দু অধিকারীর আক্রমণ, “৯ অগাস্ট ৩৬ ঘণ্টা ডিউটি করিয়ে খুন করা হয়েছে সরকারি কাস্টডিতে। দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে। পাকিস্তানের ডাক্তারদের সংগঠন বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখব কোথায়? সরকারি জায়গায় যে ভাবে ডিউটিতে ডেকে নিয়ে এসে চিকিৎসক ছাত্রীকে পাশবিক অত্যাচার করে হত্যা করেছে তার নিন্দা হওয়া উচিত। সারা বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া আসছে তাতে আমাদের লুকানোর ভাষা নেই। উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস ফর আরজি কর। জুনিয়র ডাক্তাররা বসে আছেন সারা রাস্তায়। তাদের দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ। তাঁকে কি সরানো যায় না? সব ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছে। এই বিল সরকার বাঁচাতে। এই বিল দৃষ্টি ঘোরাতে।”
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'বুদ্ধবাবু বলেছিলেন...', বিধানসভায় মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর! যা বললেন বিরোধী দলনেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement