আরও পড়ুন: ‘ননী’কে ধরে রাখতে পারেননি বাঁকুড়ার ‘এই’ যুবক, তাই যা করলেন…! জানলে অবাক হবেন সবাই
আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অটো টোটো বাস লরি সমস্ত ধরনের যানবাহন চালক থেকে শুরু করে নিত্যযাত্রী এলাকাবাসী এবং ব্যবসায়িক মহল। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান সদিচ্ছা থাকলেও আগামীতে কোন জনপ্রতিনিধি এই রাস্তা করতে পারত না জিও ট্র্যাকিং না করলে তাই আগামী কথা ভেবে জেলা প্রশাসন এবং পূর্ত দফতরের সহযোগিতায় সমাধানের চেষ্টা করেছি।
advertisement
তবে শুধু এই রাস্তা নয় মতিগঞ্জ মোড় থেকে হাউস সাইড কলোনি পর্যন্ত পূর্ত দফতরের অধীনস্থ রাস্তাটির বেশ কয়েক জায়গায় খারাপ পরিস্থিতি হয়ে উঠেছে তবে সে ব্যাপারেও সংস্কার করার চেষ্টা করছি। অর্ধ সমাপ্ত বাস স্ট্যান্ড প্রসঙ্গেও তিনি জানান খুব শীঘ্রই দ্বিতীয় ভাগের কাজ শুরু হতে চলেছে জলপথ পেরিয়ে নদিয়া জেলা প্রবেশ করার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকাটি আগামীতে রাস্তা এবং বিজেপি অত্যাধুনিক বাসস্ট্যান্ডের জন্য আকর্ষণীয় এবং হাজার হাজার মানুষের কাছে জনহিত কর হতে চলেছে।