Bankura News: 'ননী'কে ধরে রাখতে পারেননি বাঁকুড়ার 'এই' যুবক, তাই যা করলেন...! জানলে অবাক হবেন সবাই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: ননী থাকল না জীবনে তো কি হয়েছে? "ছিঃ ছিঃ রে ননী ছিঃ, তোমার দুঃখে চায়ের দোকান খুলেছি" বলে একটি চায়ের দোকান খোলেন বাঁকুড়ার যুবক! বাঁকুড়া শহরের অদূরে বিকনা ডোকরা শিল্প গ্রামের সামনে একটি চায়ের দোকান।
বাঁকুড়া: ননী থাকল না জীবনে তো কি হয়েছে? “ছিঃ ছিঃ রে ননী ছিঃ, তোমার দুঃখে চায়ের দোকান খুলেছি” বলে একটি চায়ের দোকান খোলেন বাঁকুড়ার যুবক! বাঁকুড়া শহরের অদূরে বিকনা ডোকরা শিল্প গ্রামের সামনে একটি চায়ের দোকান। বড় বড় হোডিং এ লেখা, “ছিঃ ছিঃ রে ননী ছিঃ, তোমার দুঃখে চায়ের দোকান খুলেছি”, প্রেমে ব্যর্থ? নাকি সাফল্য? ডোকরা শিল্পী এবং চা দোকানে মালিক বলরাম কর্মকার বলেন, “মানুষটাকে ধরে রাখতে পারিনি কিন্তু ওই নামে চায়ের দোকান খুলেছি। গানটাও খুব সুন্দর।”
প্রত্যেকের ভিন্ন ভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে। ডোকরা শিল্পী যুবক বলরাম সেই সুযোগটাই কাজে লাগায়। ‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ’, গানটা অত্যন্ত ভাইরাল হয় বেশ কয়েক মাস আগে। সেই গানটার মুখ্য লাইনটাকে তুলে ধরে শুরু করেন চায়ের দোকান। এছাড়াও রয়েছে কোভিড কালীন বিখ্যাত, “আমরা কি চা খাব না?” ট্যাগ লাইন। কে বলেছে বাঙালি ব্যবসা করে না? গতানুগতিক চিন্তাভাবনা থেকে দূরে সরে গিয়ে বাঁকুড়া যুবক দেখালেন কীভাবে একটা মৌলিক রসদ রেখে চায়ের দোকান খোলা যায়।
advertisement
আরও পড়ুনঃ শ্রাবণে তুলসীর টবে পুঁতে দিন ১ টাকার কয়েন, তারপর দেখুন ম্যাজিক! বদলে যাবে জীবন, টাকা-পয়সায় লালে লাল হবেন
তিন মাস হল এই দোকানটি খুলেছেন বলরাম কর্মকার। রমরমা ভিড়! মাটির ভাঁড়ে পাঁচ টাকা এবং দশ টাকার চা। অপূর্ব সুন্দর স্বাদ। পাশেই ডোকরা শিল্প গ্রাম। বলরাম বলছেন, যারা শিল্প গ্রামে ঘুরতে আসেন এবং যারা শিল্পী রয়েছেন তারা কাগজের কাপে নয় মাটির ভাঁড়ে চা পান করতে চাইতেন। আশেপাশে দোকান না থাকায় তাদেরকে অনেক দূরে যেতে হত। সেই সুযোগের সদ্ব্যবহার করে চায়ের দোকানটি খোলেন তিনি।
advertisement
advertisement
“ছিঃ ছিঃ রে ননী ছিঃ, তোমার দুঃখে আমি চায়ের দোকান খুলেছি”, এ দোকানে চা পান করতে গেলে আপনাকে আসতে হবে বাঁকুড়া শহরের অদূরে অবস্থিত হেবির মোড়। হেবীর মোড় থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত বিকনার ডোকরা শিল্প গ্রামের সুবিশাল গেটের সামনেই রয়েছে এই চায়ের দোকান।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 9:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: 'ননী'কে ধরে রাখতে পারেননি বাঁকুড়ার 'এই' যুবক, তাই যা করলেন...! জানলে অবাক হবেন সবাই