Tulsi Plant: শ্রাবণে তুলসীর টবে পুঁতে দিন ১ টাকার কয়েন, তারপর দেখুন ম্যাজিক! বদলে যাবে জীবন, টাকা-পয়সায় লালে লাল হবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tulsi Plant: বাড়িতে তুলসী গাছ রাখলে সৌভাগ্য বয়ে আনবে। এটি শুধু একটি উদ্ভিদ নয়, এটি দেবী লক্ষ্মীর অবতার হিসাবে পূজিত হয়। তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়। তাই তো বলা হয় প্রতিদিন তুলসীর পুজো করে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ।
*হিন্দু ঐতিহ্যে তুলসী গাছের একটি বিশেষ স্থান রয়েছে। প্রবীণরা বলেন, বাড়িতে তুলসী গাছ রাখলে সৌভাগ্য বয়ে আনবে। এটি শুধু একটি উদ্ভিদ নয়, এটি দেবী লক্ষ্মীর অবতার হিসাবে পূজিত হয়। তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়। তাই তো বলা হয় প্রতিদিন তুলসীর পুজো করে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তুলসী গাছের সঙ্গে কিছু বিশেষ আচারও রয়েছে। এর মধ্যে একটি হলো গাছ লাগানোর সময় মাটির গোড়ায় এক টাকার মুদ্রা বা একটি রুপো ও তামার মুদ্রা পুঁতে ফেলা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*তুলসী গাছের পুজোকে যদি শুধু আচার হিসেবে না নিয়ে জীবনযাত্রার অংশ হিসেবে ধরা হয়, তাহলে জীবনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে। শুধু তাই নয়, আয়ুর্বেদের দিক থেকেও তুলসী গাছের রয়েছে অনেক ঔষধি গুণ। (Disclaimer: এই নিবন্ধে প্রদত্ত তথ্য শুধুমাত্র ইন্টারনেটে সামাজিক তথ্য। নিউজ 18 বাংলা বিষয়টি নিশ্চিত করেনি। তাদের প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করুন)