আরও পড়ুন: ৭৫ বছরে চাঁদমারি তাক করে পরের পর তীর ছুঁড়লেন আদিবাসী বৃদ্ধ! দেখুন সেই অবাক ভিডিও
সুন্দরবনে ড্রাগন গাছের নিচে চাষ হচ্ছে স্ট্রবেরি, এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।প্রতিবছরই সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় লেগে থাকে। আয়লা থেকে আমফান, এই ধরনের বিপর্যয়ে সুন্দরবনের কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই বিধ্বস্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় কৃষিতে নতুন সাফল্য আনতে ড্রাগন ফলের সঙ্গেই স্ট্রবেরির মিশ্র চাষ শুরু হয়েছে।
advertisement
প্রাথমিকভাবে নিমপীঠে পরীক্ষামূলকভাবে শুরু করা হয় এই মিশ্র চাষ। আর তাতেই মিলেছে সাফল্য।সুন্দরবনের বুকে এমন উদ্যোগ এই প্রথম। ড্রাগন গাছের নিচে স্ট্রবেরি চাষ সফল হলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে সুন্দরবন। সারা বছর দুটি দামী ফলের বিক্রিতে অধিক লাভের মুখ দেখবেন কৃষক। সুন্দরবনের কৃষকদের মধ্যে বিকল্প চাষ হিসাবে ড্রাগন গাছের নিচে এভাবে স্ট্রবেরি চাষকে আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়ে গত কয়েক বছর ধরে নিয়ে গবেষণা করেছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের কনজারভেশন বায়োলজি বিভাগের গবেষকরা। কীভাবে সুন্দরবনের এই মাটিতে ড্রাগনের সঙ্গে স্ট্রবেরি চাষ করা যায় সে নিয়ে চালানো হয় বিভিন্ন এক্সপেরিমেন্ট। সেই পথ ধরেই এসেছে আজকের সাফল্য।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কীভাবে এই দুই দামি ফলের চাষ একসঙ্গে করবেন সেটা জেনে নিন- আপনার যদি এক একর জমি থাকে তবে প্রায় ১৩০০ টি ড্রাগন ফলের গাছ রোপন করতে পারবেন। এবার ড্রাগন গাছগুলোর নিচে আপনি স্ট্রবেরি গাছ লাগান। এবার বছর দুয়েক টানা পরিচর্যা করার পর গাছে ফল ধরবে। তবে খেয়াল রাখবেন কোনও রাসায়নিক সার দেওয়া চলবে না। পুরোটাই জৈব সার ব্যবহার করতে হবে। সাধরণত নভেম্বর থেকে এপিল ড্রাগনের ড্রাই সিজন। সেই সময়ে স্ট্রবেরি ফলন দেবে। এদিকে ড্রাগন ফল বাজারে কেজি প্রতি ৩০০ টাকা দরে বিক্রি হয়। স্ট্রবেরির দামও সমকক্ষ। শহরের ক্রেতাদের মধ্যে এই ধরনের ফলের চাহিদাও যথেষ্ট। এভাবেই কিছুটা ধৈর্য ধরে আর বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই দুই মিশ্র ফলের চাষ একই জমিতে করলে সাফল্যের মুখ দেখবেন আপনি।
সুমন সাহা