Local Video: ৭৫ বছরে চাঁদমারি তাক করে পরের পর তীর ছুঁড়লেন আদিবাসী বৃদ্ধ! দেখুন সেই অবাক ভিডিও
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
তীর নিক্ষেপ প্রতিযোগিতায় পুরস্কার মূল্য ছিল ৫০ হাজার টাকা। সেখানেই দেখা গেল এই অবাক দৃশ্য
বাঁকুড়া: তীর-ধনুক নিয়ে একদল তীরন্দাজ হাজির বাঁকুড়ার আদিবাসী গ্রাম নবজীবনপুরে। সাঁই সাঁই করে উড়ে যাচ্ছে তীর। প্রায় ১০০ মিটার দূরে বসানো রয়েছে চাঁদমারি অর্থাৎ টার্গেট ‘বুল’স আই’। ঝাড়গ্রাম, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর থেকে এসেছেন প্রায় ৩৫ জন তীরন্দাজ। মেদিনীপুর থেকে এসেছেন বছর পঁচাত্তরের পঞ্চানন মান্ডি। গোঁফে তা দিয়ে তিনিও নেমে পড়েন তীর নিক্ষেপ করতে। এমনই অবাক ছবি দেখা গেল জেলার নবজীবনপুরে।
এই তীর নিক্ষেপ প্রতিযোগিতায় পুরস্কার মূল্য ছিল ৫০ হাজার টাকা। বাঁকুড়ার নবজীবনপুর আদিবাসী সুসার সাঁওতা আখড়া ক্লাবের তরফে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতা। উদ্যোক্তারা দাবি করেন, এমন প্রতিযোগিতা নাকি এই প্রথম হচ্ছে বাঁকুড়া জেলায়। ৫০০ টাকায় ৪০ টি, ১০০০ টাকা ৮০ টি এবং ২০০০ টাকায় ১৬০ টি তীর নিক্ষেপ করার সুযোগ পাবেন তীরন্দাজরা। প্রত্যেকের তীর আলাদা করে চেনার উপায় রয়েছে। কেউ লাল, হলুদ আবার কেউ সবুজ তীর ব্যাবহার করছেন। সকলের তীর নিক্ষেপ করা শেষ হলে বিচারক গিয়ে পর্যবেক্ষণ করবেন চাঁদমারি অর্থাৎ বুল’স আই। সাদা বোর্ডে আলাদা আলাদা করে লেখা রয়েছে পয়েন্ট।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেই পয়েন্ট অনুযায়ী নির্ধারণ করা রয়েছে পুরস্কার। চাঁদমারি হলে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা। খেলা শেষে দেখা যায় চাঁদমারির সাদা বোর্ড ভর্তি তীরে-তে। মানুষের উন্মাদনাও চোখে পড়ার মত ছিল। বছর পঁচাত্তরের পঞ্চানন মান্ডি গত ১২-১৩ বছর ধরে এই খেলার সঙ্গে যুক্ত। এর আগে অন্যান্য জেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। তীর ছুঁড়তে ভালোবাসেন বলেই বাঁকুড়া এসেছেন, এমনটাই জানান তিনি। একদম বাঁকুড়া শহর সংলগ্ন নবজীবনপুরে মৌলিক এই প্রতিযোগিতা সকলের নজর কেড়েছে। হাতের মুঠোফোনের বাইরেও খোলা আকাশের নিচে একটি জগৎ রয়েছে সেই কথাটাই প্রমাণিত করল আদিবাসী এই গ্রাম।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2024 8:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Video: ৭৫ বছরে চাঁদমারি তাক করে পরের পর তীর ছুঁড়লেন আদিবাসী বৃদ্ধ! দেখুন সেই অবাক ভিডিও