সকালে কৈখালি থেকে সুন্দরবনের নানা জায়গায় ঘুরতে গিয়েছিলেন তাঁরা৷ পরিকল্পনা ছিল শুক্রবারও নানা জায়গা ঘুরে দেখার৷ বৃহস্পতিবার ঘুরে এসে শুক্রবারের পরিকল্পনা করতে প্রীতম কৈখালি ঘাটে একটি লঞ্চে যান কথা বলার জন্য৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলতলি থানার ওসি ফারুক রহমান৷ ইতিমধ্যেই প্রীতমকে খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে৷ ওই নিখোঁজ পর্যটক নেশাগ্রস্ত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: হাঁড়িতেই থাকছে দীর্ঘদিন ভাল! জয়নগরের মোয়া দৌলতে রোজগার বাড়ছে মৃৎশিল্পীদের
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে শঙ্কর কুমার সর্দার মা মঙ্গলময়ী নৌকোর কর্মী তিনি বলেন, “গতকাল মন্দির বাজার এলাকা থেকে ১১ জন পর্যটক সুন্দরবনে ঘুরতে আসে। আমরা ঝড়খালি এলাকা ঘোরানোর পর যখন কৈখালী ঘাটে আসি তখন প্রীতম আমাদের লঞ্চ দেখার জন্য কথা বলে আর সেই সময় হঠাৎ করে প্রিতমের দাদা বলে যে আমার ভাই জলে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমি প্রীতমকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দিয়ে খোঁজার চেষ্টা করি এরপর বহু চেষ্টা করেও কোনো রকম সন্ধান পায়নি প্রীতমের। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসে এবং বিষয়টি খতিয়ে দেখছে।”
সুমন সাহা