স্থানীয় সূত্রে খবর, বোলপুরের একটা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। আরও অভিযোগ, অশালীন ভিডিও বানিয়ে রাখা হয়৷ সেই ভিডিও দেখিয়ে কার্যত ব্ল্যাকমেল করে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ নির্যাতিতার মায়ের অভিযোগ পেয়েই বোলপুর থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করে৷
advertisement
আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ অন্যাদিকে, নির্যাতিতালে শারীরিক পরীক্ষার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কয়েক মিনিটেই তাজপুর থেক দিঘা, দ্রুত গতিতে চলছে মেরিন ড্রাইভের কাজ! শেষের মুখে প্রথম সেতু
শনিবার রাতেই অভিযুক্ত চার জনকে জিজ্ঞাসাবাদের পর আটক করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, গত এক মাসে বীরভূমে চার চারটি ধর্ষণের অভিযোগ উঠেছে। দু’টি বোলপুরে, একটি খয়রাশোল এবং এ বার আবারও বোলপুরে গণধর্ষণের অভিযোগ উঠল।