স্থানীয় সূত্রে খবর, বাঁশবেড়িয়া এলাকায় মাস খানেক আগে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে বিহারের একটি পরিবার। বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ নিজের মা বোনকে ঘর থেকে বের করে দিয়ে নিজেকে বন্দি করে ফেলে এক নাবালক। তারপর নিজেকে শেষ করে দেবার হুমকি দিতে থাকে। তার আচরনে ভয় পেয়ে দরজা খোলার চেষ্টা করে তার মা।
advertisement
ঘরের মধ্যে তোলপাড় ছোট ছেলের
পাড়া প্রতিবেশিরা হাজির হয়ে যায়। কখনও বলে ছুরি নিজের বুকে বসিয়ে দেবে কখনও বলতে থাকে গলায় দড়ি দিয়ে দেবে।আবার গ্যাস খুলে আগুন লাগিয়ে দেবার কথাও বলে। দরজা ভাঙার চেষ্টা করলে ফল ভাল হবে না বলতে থাকে। নাবালকের এহেন আচরনে আশঙ্কিত হয়ে পরে এলাকার বাসিন্দারা। ডাকা হয় পুলিশ খবর দেওয়া হয় দমকলে।
নাবালক ঘর থেকে দাহ্য পদার্থ ছুঁড়তে থাকে। তখনই দমকল কর্মীরা ঘরের মধ্যে জল চার্জ করতে শুরু করে। যাতে আগুন না লাগাতে পারে। ঘরের জাফরি দেওয়া জানালা ভেঙে তার সঙ্গে কথা বলেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পুলিশ। ঘরের ভিতর থেকে নাবালক বলতে থাকে তার দু লক্ষ টাকা ধার আছে। বাইরে বেরলে তাকে মারধোর করা হবে।
কিছুতেই কিছু হচ্ছে না দেখে তাকে অবশেষে প্রথমে আশ্বস্ত করা হয়।পরে প্রলোভন দেওয়া হয় তার গাড়ির পেট্রোল ভরার জন্য দুশো টাকা দেওয়া হবে।এই কথা শুনে দরজা খুলে বেরিয়ে আসে নাবালক।তার হাতে একটা চপার ছিল।পুলিশ সাবধানে ধরে ফেলে।বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় তাকে জাপটে ধরে ফাঁড়িতে নিয়ে যান।
Rahee Halder