Cricketer Taking Girlfriend In Hotel Room: অস্ট্রেলিয়া সফর তখন অন্য ক্রিকেটারের সঙ্গে রুম শেয়ার করতে হত, এদিকে গার্লফ্রেন্ডকে রুমে আনব, তখন আর কী করি...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Taking Girlfriend In Hotel Room: একটা সময়ে ভারতীয় ক্রিকেটারদের রুম শেয়ার করতে হত,আর তখন গার্লফ্রেন্ড এলে...
কলকাতা: ভারতীয় ক্রিকেটারদের রঙিন জীবন, তাঁদের খেলার জীবন যেরকম গ্ল্যামারাস ঠিক তেমনিই তাঁদের ব্যক্তিগত জীবনেও একাধিক রংবেরঙয়ের গল্প থাকে৷ ক্রিকেটারদের জীবনের এরকম ব্যক্তিগত রঙিন গসিপ জানার জন্যে ফ্যানরা মুখিয়ে থাকেন৷ আজ জেনে নিন এমন এক ক্রিকেটারের কথা যিনি ট্যুরের সময় গার্লফ্রেন্ডকে হোটেলরুমে ঢোকানোর জন্য, অন্য রুমমেটের কাছে কাকুতি মিনতি করেছিলেন৷ Photo- Representative
advertisement
এইরকম রকিং প্রেমের গল্প কার জানেন, এটি হল তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের ডেট পর্ব৷ এই গোপন মুচমুচে গসিপটি তিনি নিজেই নিজের আত্মজীবনীতে লিখেছেন৷ গব্বর সিং নামে পরিচিত ধাওয়ান জানিয়েছেন যে এক সময় তিনি একটি মেয়ের প্রেমে এতটাই 'পাগল' হয়ে গিয়েছিলেন যে তাঁকে গোপনে হোটেল রুমে নিয়ে যেতে শুরু করেছিলেন। সেই সময়ে শিখর ধাওয়ান রোহিত শর্মার সঙ্গে হোটেলের রুম শেয়ার করতেন৷
advertisement
শিখর ধাওয়ান তার আত্মজীবনী "দ্য ওয়ান: ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর"-এ এমন অনেক কিছু প্রকাশ করেছেন, যা এখন কেউ কোনওদিন শোনেনি৷ এই ঘটনা তখনকার যখন তিনি ২০০৬ সালের, যখন শিখর ধাওয়ান ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরে ছিলেন। ধাওয়ান তার বইতে লিখেছেন, 'সে সুন্দরী ছিল এবং আমি তাঁর প্রেমে পড়ে গেলাম। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম।'
advertisement
শিখর ধাওয়ান, যিনি তার ভক্তদের কাছে গব্বর সিং নামে পরিচিত, তার পুরো অভিজ্ঞতা তিনি নিজেই বিবরণ দিয়েছেন৷ তিনি বলেন, 'আমি অনুশীলন ম্যাচে ফিফটি করে সফর শুরু করেছিলাম। আমার সফর ভালই চলছিল। আমি প্রতি ম্যাচের পর আইলিনের (নাম পরিবর্তিত) সঙ্গে দেখা করতে যেতাম।' আমি শীঘ্রই তাকে আমার হোটেলের ঘরে নিয়ে আসতে শুরু করি। আমি রোহিত শর্মার সঙ্গে এই ঘরে থাকতাম। সে (রোহিত) সবসময় আমার কাছে অভিযোগ করত এবং বলত তুমি কি আমাকে ঘুমাতে দেবে না..'
advertisement
গত বছর অবসর নেওয়া শিখর আরও বলেন, 'একদিন যখন আমি আইলিনের সাথে ডিনার করতে যাচ্ছিলাম, তখন এই খবরটি পুরো দলের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।' আমরা যখন একে অপরের হাত ধরে হাঁটছিলাম, তখন একজন নির্বাচক আমাদের লবিতে দেখতে পান। তবুও আমার মনে হয়নি যে তার হাত ছেড়ে দেওয়া উচিত কারণ আমরা কোনও অপরাধ করছিলাম না। সেই সফরে যদি আমি ভালো পারফর্ম করতাম, তাহলে আমাকে সিনিয়র দলে নির্বাচিত করা হতো, কিন্তু আমার পারফরম্যান্সের অবনতি ঘটে।
advertisement