আরও পড়ুন: সুন্দরবনের ইতিহাস চর্চা, রায়দিঘি কলেজে গবেষণা কেন্দ্র ও মিউজিয়াম
ভ্যাবলা হাইস্কুলের মাঠে শুরু হয়েছে এই মিলন মেলা। ফিতে কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার শুভারাম্ভ হয়। পাশাপাশি মেলা উপলক্ষে এদিন বসিরহাট শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। সেখানে ধামসা-মাদল, ছৌ নাচ সহ একাধিক সাংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরা হয়। লোকসংস্কৃতি ট্যাবলো’ও ছিল। যা পরতে পরতে উপভোগ করলেন বসিরহাটবাসী। এই মিলন মেলা চলবে বারো দিন। প্রত্যহ বিকেল চারটে থেকে এই মেলায় ভিড় জমাচ্ছে বসিরহাটের মানুষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মেলা চত্বরে একাধিক স্টল, নাগরদোলা সহ বিনোদনের সম্ভার, প্রত্যেকদিন বাউল গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও দেখা মিলেছে। বসিরহাটের এই মেলাকে ঘিরে যথেষ্ট সাড়া পড়ে যায় এলাকায়। মেলার উদ্যোক্তা পরিমল মজুমদার জানান, বসিরহাট শহর ও গ্রামের সীমান্তবর্তী এলাকায় আয়োজিত এই মেলা শহর-গ্রামের মানুষের মধ্যে মিলন ঘটায়। সব মিলিয়ে বসিরহাট শহরের বুকে আয়োজিত এই মেলায় প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় দেখা গেল।
জুলফিকার মোল্লা