গণতন্ত্রের এই বড় উৎসবে শামিল হয়ে নিজের নিজের অধিকার প্রয়োগ করে ফের রুজি রুটির টানে বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকরা। কেউ ফিরছেন গুজরাট, কেউ ফিরছেন কর্ণাটক, কেউবা আবার চেন্নাই বা বিশাখাপত্তনমে। এই বিষয়ে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, এই শহরে আমরা যতটা পেরেছি কর্মসংস্থান করেছি। পুরসভায় আমাদের কাজ দেওয়ার সুযোগ সীমিত। অস্থায়ী কর্মীদের বেতন দিতে গিয়ে আমরা জর্জরিত। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা সেভাবে কিছু করে উঠতে পারছি না।
advertisement
আরও পড়ুন: তীব্র গরমেও জমি থেকে নামেনি জল, মুগ ডাল চাষে ব্যাপক ক্ষতি
সদর শহর পুরুলিয়া ছাড়াও পুঞ্চা, মানবাজার, বলরামপুর, কেন্দা, জয়পুর, কোটশিলা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকেরা কাজের আশায় বিভিন্ন রাজ্যে চলে যেতে শুরু করেছেন। আসলে এটাই এই জেলার পরিচিত দৃশ্য। আবার কেউ কেউ দুর্গাপুজার সময় ফিরবেন, কেউবা বছর কাটিয়ে। ততদিন তাঁদের প্রতীক্ষায় পথ চেয়ে থাকবে পরিবারগুলো।
শর্মিষ্ঠা ব্যানার্জি