Moong Dal Farming: তীব্র গরমেও জমি থেকে নামেনি জল, মুগ ডাল চাষে ব্যাপক ক্ষতি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Moong Dal Farming: কিছুদিনের মধ্যেই ফসল বাড়িতে তোলার উপযোগী হয়ে গিয়েছিল। কিন্তু রিমলের জেরে বৃষ্টির প্রভাবে জমিতে জল জমে সব ফসল নষ্ট হয়ে গিয়েছে
দক্ষিণ ২৪ পরগনা: জেলার অন্যান্য চাষের মধ্যে অন্যতম হল মুগ কড়াই। যা চাষ করলে চাষিদের লাভের পাশাপাশি জমির উর্বরতা অনেকটাই বাড়ে। এই চাষে তেমন খরচ নেই, কথচ লাভ হয় অনেকটাই। ধানের তুলনায় মুগ ডাল চাষে চাষিদের বেশি লাভ হয়। তবে ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে এবার ক্ষতির মুখে দক্ষিণ ২৪ পরগনার মুগ ডাল চাষ।
কিছুদিনের মধ্যেই ফসল বাড়িতে তোলার উপযোগী হয়ে গিয়েছিল। কিন্তু রিমলের জেরে বৃষ্টির প্রভাবে জমিতে জল জমে সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন অঞ্চলের কৃষকরা। কৃষকরা জানিয়েছেন, এই বছর দক্ষিণ ২৪ পরগনায় মুগ ডাল খুব ভাল চাষ হয়েছিল। তবে বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়তে হয়।
advertisement
advertisement
বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, মুগ ডাল সহনশীল না হওয়ায় জমিতে একটু জল জমলেই গাছের গোড়া বসে গাছ মরে যায়। অল্প বৃষ্টিতে অবশ্য সমস্যা হয় না। ঘূর্ণিঝড়ের মত কিছু হলে পরিস্থিতি বিগড়ে যায়। অনেক কৃষক অন্যদের থেকে টাকা ধার নিয়ে মুগ ডাল চাষ করেছিলেন। এই পরিস্থিতিতে তাঁদের কার্যত পথে এসে বসার জোগাড় হয়েছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 8:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Moong Dal Farming: তীব্র গরমেও জমি থেকে নামেনি জল, মুগ ডাল চাষে ব্যাপক ক্ষতি