মৃত ব্যক্তির নাম বাবুলাল মান্না। বাড়ি কালনার কালীনগর গ্রামে। শনিবার দুপুরে তিনি জালুইডাঙায় পরিচিত এক ব্যক্তির কাছে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন। জালুইডাঙা রেল স্টেশনে পৌঁছে গিয়েছিলেন নির্বিঘ্নেই।
আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড! ভোর রাতে বাড়ির মধ্যে ঢুকে গেল বালি বোঝাই ১০ চাকার ডাম্পার
advertisement
সে সময় একটি ফোন কল তাঁর জীবন কেড়ে নিল। জালুইডাঙা স্টেশনে পৌঁছনোর পর পরিচিত সেই ব্যক্তির বাড়ি থেকে ফোন এসেছিল। ইয়ার ফোনে তিনি কথা বলতে বলতে রেল লাইন পার হচ্ছিলেন। সে সময় আচমকা একটি লোকাল ট্রেন তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি ফুট ওভার ব্রিজ না ব্যবহার না করে রেল লাইন পার হয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। ফোনে কথা বলার জন্যই তিনি সতর্ক ছিলেন না। দূর থেকে দেখে অনেকেই তাঁকে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু এক লহমায় এই ঘটনা ঘটে যায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: দামোদরে নৌকাডুবি, ভেসে উঠল একজনের দেহ, নিখোঁজ আরও এক
রেলের এক আধিকারিক জানান, ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও অনেকেই ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করেন। তার ফলে বার বার দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে। বার বার রেলের পক্ষ থেকে যাত্রীদের এ ব্যাপারে সচেতন করতে মাইকিং করা হয়। ধরপাকড় চালায় রেল পুলিশ। এই সব পদক্ষেপ নজরদারি বাড়ানোর ফলে এখন রেল লাইন পারাপারের প্রবণতা অনেকটাই অনেকটাই কমেছে। তার মধ্যেই এই ঘটনা ঘটে গেল। রেল পুলিশ ঘটনার তদন্ত করছে।