দামোদরে নৌকাডুবি, ভেসে উঠল একজনের দেহ, নিখোঁজ আরও এক

Last Updated:

Bardhaman News: এখনও একজন নিখোঁজ। তিনি যে আর বেঁচে নেই, মন শক্ত করে মেনে নিয়েছেন পরিবারের লোকজন।

#বর্ধমান: দিনভর ডুবুরিদের তল্লাশিতে হদিশ মেলেনি। সন্ধের পর ভেসে উঠল একজনের মৃতদেহ। মৃতের নাম সৈকত মান্না। নিখোঁজ সৌগত বেরার এখনও কোনও হদিশ মেলেনি। তবে তিনিও আর বেঁচে নেই বলে মন শক্ত করে এমনটাই ভেবে নিয়েছেন বাসিন্দারা।
শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরে পানসি নৌকা উল্টে নিখোঁজ  হন এই দুজন। পূর্ব বর্ধমানের জামালপুরের জোৎশ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ায় এই  ঘটনা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারকাজে নেমেছে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর ও জেলা পুলিশের বিশেষ টিম।
আরও পড়ুন- 'আর কত লোকসান করব?' মিষ্টি হাবে দোকান খুলতে চাইছেন না ব্যবসায়ীরা
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা নাগাদ একটি পানসি নৌকা করে ৪ বন্ধু দামোদরে নৌবিহারে যান ।মাঝ নদীতে হঠাৎ করেই ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। ২ বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও বাকি দুজন তলিয়ে যান। ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর ও জেলা পুলিশের বিশেষ টিম।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ সৌগত বেরার বাড়ি জোৎশ্রীরামপুর এলাকায়। সকাল থেকেই কাটোয়া দুর্গাপুর আসানসোল থেকে আসা ডুবুরিরা দিনভর তল্লাশি চালায়। সন্ধের পর রিভার পাম্প সংলগ্ন এলাকায় সৈকতের দেহ ভেসে ওঠে। সৌগতর এখনও সন্ধান মেলেনি।
কয়েকদিন আগেই পূর্বস্থলীর চুপিতে ছাড়ি গঙ্গায় নদীয়ার কৃষ্ণনগর থেকে চার বন্ধু পরিযায়ী পাখি দেখতে এসে দুর্ঘটনাযর কবলে পড়েন।
advertisement
নৌকা উল্টে দুজনের মৃত্যু হয়েছিল। এবার জামালপুরের দামোদর নদে পানসি নৌকা করে চার জন বন্ধু ঘুরতে বেরিয়ে ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে নিখোঁজ হয়ে গেল দুজন।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায়।  সৈকত হায়দ্রাবাদে প্যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছিল। অন্যদিকে সৌগত উচ্চ মাধ্যমিক পাশ করে কাজের খোঁজ করছিল বলে জানা গেছে।
একই নৌকায় থাকা আরো দুজনের নাম সৌরভ ধারা এবং সমরেশ পাল। নৌকা উল্টে যাওয়ার পর এই দুজন সাঁতার কেটে পারে উঠে আসে। এদের প্রত্যেকের বাড়ি স্থানীয় জোৎশ্রীরামপুর এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
advertisement
আরও পড়ুন- সরকারি বাস বলে রেহাই নেই আর! যাত্রীরা এবার অভিযোগ জানাতে পারবেন হোয়াটসঅ্যাপে
পুলিশ সূত্রে জানা গেছে, তলিয়ে যাওয়া দুই যুবকের খোঁজে  কাটোয়া থেকে ডুবুরি আনিয়ে দামোদরে খোঁজা শুরু করা হয়েছিল। পরে দুর্গাপুর আসানসোল থেকেও ডুবুরিদের নিয়ে আসা হয়েছে।
যদিও রবিবার রাত পর্যন্ত নিখোঁজ সৌগত র হদিশ মেলেনি। এদিকে ছোট সরু এই পানসি নৌকা নিয়ে বর্ষাকালে নদীতে কীভাবে সকলের নজর এড়িয়ে নেমে যাচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
advertisement
পূর্বস্থলীর ঘটনায় পর্যটকদের বিরুদ্ধে নৌকায় মদ্যপানের অভিযোগ সামনে এসেছিল। মদ খেয়ে হুড়োহুড়ি করার কারণেই নৌকা উল্টে গিয়েছিল বলে প্রশাসন সুত্রে জানানো হয়েছিল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দামোদরে নৌকাডুবি, ভেসে উঠল একজনের দেহ, নিখোঁজ আরও এক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement