আরও পড়ুন: ঘুরতে ভালবাসলে যেতে পারেন নতুন এই জায়গায়! গোটা গ্রামে সবাই শিল্পী, ঘুরে দেখুন এমন গ্রাম
এক দিনেরএই মেলায় আগত কোম্পানীদের তরফে ছাত্র ছাএীদের চাকরীর ইন্টারভিউ নেওয়া হয়। প্রায় তিনশো জন ইন্টারভিউ তে সফল ও হন। রাজ্যের বেকার যুবক যুবতীদের যাতে চাকুরীর জন্য ভিন রাজ্যে যেতে না হয়।
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহলের এই পুজোয় সামিল প্রতিবেশী রাজ্যের ভক্তরাও
তাঁরা যাতে নিজের রাজ্যে ভাল চাকরি করতে পারেন সেই উদ্দেশেই কর্মসংস্থানের পথকে সুগম করতে জয়নগরে এই প্রথম এই ধরনের চাকরির মেলার আয়োজন হয়। এই সংস্থার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ক্যানিং, বারুইপুর,দক্ষিণ বারাসত ও জয়নগর এই ৫ টি শাখার ছাত্র ছাএীরা এই মেলায় অংশ নেন। আগামী দিনে আরও বড় করে এই মেলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান হয় সংস্থার পক্ষ থেকে। আর এই ধরনের মেলা যোগ দিতে পেরে খুশি চাকরি প্রার্থীরা।