সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের অন্তর্গত কম্পানিরঠেক এলাকায় পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্কুলছাত্রী অনু সাঁতুয়ার (৬)। কম্পানিরঠেকে একটি বেসরকারি স্কুলে পড়ত সে। রাস্তার পাশে নলকূপ থেকে অনুর মা জল নিচ্ছিলেন। পাশেই দাঁড়িয়েছিল অনু হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। শুক্রবার মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
সপ্তাহ দু’য়েক আগেই স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় টগরী বাউরের প্রাণ যায় কুমড়োপাড়ায়। সে সময় সেখানে ব্যাপক আন্দোলন হয়। এই দুর্ঘটনার হার কমাতে এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে এই পেভার ব্লক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন প্রাশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং থানার আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কারা দাপিয়ে বেড়াচ্ছে লালগড়ের ঘন জঙ্গলে? রেখে যাচ্ছে ছাপ! জুজু কি তবে রয়্যাল বেঙ্গল?
পুজোর আগেই সমস্ত জায়গায় এই পেভার ব্লক বসানোর কাজ শেষ করতে বলা হয়েছে। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার জানিয়েছেন, একের পর এক দুর্ঘটনা নাড়া দিয়েছে সকলকে। বিশেষ করে স্কুলের পড়ুয়াদের দুর্ঘটনায় মৃত্যুর পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গাড়ির গতি কমাতেই এই পেভার ব্লক বসানো হবে। পুজোর আগেই এই কাজ শেষ হবে। এছাড়াও স্কুলের ধারে রাস্তা বরাবর রেলিং দেওয়া হবে।