আগুন দেখে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। আগুন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে। খবর দেওয়া হয় দমকলে, কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, বাঁকড়া বাদামতল একটি বহুতলের একতলায় লেজার কাপড় কাটিং কারখানায় আগুন লাগে। কারখানার মধ্যে কয়েকজন ছিল, আগুন লাগতেই বেরিয়ে আসে। কী কারণে আগুনটা স্পষ্ট নয় তবে, স্থানীয় একাংশের মতে কাপড় কাটার সময় লেজার মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে।
advertisement
আগুন লাগার ঘটনা সামনে আসতেই কারখানা থেকে কয়েকজনকে বেরিয়ে আসতে দেখেন স্থানীয় মানুষ। তাঁরা কোনওরকমে প্রাণ বাঁচাতে একতলের ওই কারখানা থেকে বেরিয়ে আসে। এরপর স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ও পুলিশ।
আরও পড়ুনঃ মেদিনীপুরে উত্তরবঙ্গের স্বাদ, প্রকৃতির কোলে এক টুকরো স্বপ্ন নগরী, হালকা শীতে ঘুরে আসুন
দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে, ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায়। দমকলের ৩ ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভূষ্মিভূত হয় গোটা কারখানা। ওই কারখানায় থাকা মজুত কাপড় সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি। সাতসকালে এমন অগ্নিকাণ্ডের ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্কের ছাপ।





