TRENDING:

Fire Incident: বাঁকড়ার লেজার কাপড় কাটিং কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

Fire Incident: শনিবার সাতসকালে ভয়াবহ আগুন পোশাক কারখানায়! ঘটনাটি ঘটেছে হাওড়া আমতা রোডের বাঁকড়া বাদামতলায়। শনিবার ভোর সাড়ে পাঁচ'টা থেকে ছ'টার মধ্যে একটি বহুতলের একতলায় আগুন লাগার ঘটনা সামনে আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকড়া, রাকেশ মাইতি: শনিবার সাতসকালে ভয়াবহ আগুন পোশাক কারখানায়! ঘটনাটি ঘটেছে হাওড়া আমতা রোডের বাঁকড়া বাদামতলায়। শনিবার ভোর সাড়ে পাঁচ’টা থেকে ছ’টার মধ্যে একটি বহুতলের একতলায় আগুন লাগার ঘটনা সামনে আসে। ঘন জনবসতি লাগোয়া মার্কেট বহুতলে পোশাক-সহ বিভিন্ন সামগ্রী মজুদ এবং বহু মানুষের উপস্থিতি। যে কোনও মুহূর্তে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিতে পারে। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষ।
advertisement

আগুন দেখে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। আগুন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে। খবর দেওয়া হয় দমকলে, কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, বাঁকড়া বাদামতল একটি বহুতলের একতলায় লেজার কাপড় কাটিং কারখানায় আগুন লাগে। কারখানার মধ্যে কয়েকজন ছিল, আগুন লাগতেই বেরিয়ে আসে। কী কারণে আগুনটা স্পষ্ট নয় তবে, স্থানীয় একাংশের মতে কাপড় কাটার সময় লেজার মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে।

advertisement

আরও পড়ুনঃ ২০২৬ সালে জানুয়ারি-ডিসেম্বরে অনেক ছোট-বড় ছুটি, পরিকল্পনা করে ফেলুন আজই, রইল সারা বছরের লং উইকেন্ডের সম্পূর্ণ তালিকা

View More

আগুন লাগার ঘটনা সামনে আসতেই কারখানা থেকে কয়েকজনকে বেরিয়ে আসতে দেখেন স্থানীয় মানুষ। তাঁরা কোনওরকমে প্রাণ বাঁচাতে একতলের ওই কারখানা থেকে বেরিয়ে আসে। এরপর স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ও পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ মেদিনীপুরে উত্তরবঙ্গের স্বাদ, প্রকৃতির কোলে এক টুকরো স্বপ্ন নগরী, হালকা শীতে ঘুরে আসুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকড়ার লেজার কাপড় কাটিং কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
আরও দেখুন

দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে, ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায়। দমকলের ৩ ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভূষ্মিভূত হয় গোটা কারখানা। ওই কারখানায় থাকা মজুত কাপড় সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি। সাতসকালে এমন অগ্নিকাণ্ডের ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্কের ছাপ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Incident: বাঁকড়ার লেজার কাপড় কাটিং কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, আতঙ্কে স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল