Weekend Trip: মেদিনীপুরে উত্তরবঙ্গের স্বাদ, প্রকৃতির কোলে এক টুকরো স্বপ্ন নগরী, হালকা শীতে ঘুরে আসুন

Last Updated:

Weekend Trip: সপ্তাহের শেষে পরিবার নিয়ে সময় কাটানোর এক আদর্শ জায়গা এই গোপগড়। প্রকৃতি, ইতিহাস আর শান্তির মেলবন্ধন যেখানে এক সঙ্গে অনুভব করা যায়—সেই জায়গার নামই গোপগড় ইকোপার্ক।

+
গোপগড়

গোপগড় ইকো পার্ক 

মেদিনীপুর, রঞ্জন চন্দ: ঝাউগাছে ঘেরা দু’দিক। যতদূর চোখ যায়, ততদূরই শুধু সবুজ আর সবুজ। উঁচু-নিচু পথ, আর শুধুই শান্ত স্নিগ্ধতা, তাই এই শীতে যদি দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গের মজা নিতে চান তবে ঘুরে দেখুন কলকাতার খুব কাছে এই জায়গা। বাচ্চা থেকে বড় কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে দেখার জন্য একদম পারফেক্ট। কিছুক্ষণ সময় কাটালে নিমেষে আপনার মন ভাল হয়ে যাবে। এই শীতে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করলে কিংবা পিকনিক করতে চাইলে ঘুরে দেখুন মেদিনীপুর শহরে অবস্থিত এই পার্ক। সাজান-গোছান এই পার্কে যেন শীতে এক টুকরো উত্তরবঙ্গের ছবিকে সামনে তুলে ধরে।
শীতকাল মানেই বাঙালির ঘুরতে যাওয়ার মরশুম। সবুজ প্রকৃতি ভালবাসলে কলকাতার খুব কাছে মেদিনীপুর শহরে অবস্থিত প্রকৃতির বুকে বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে পিকনিকের আনন্দ অনুভব করুন একদম কম খরচে। সারাদিন কাটিয়ে নিমেষে আপনার ক্লান্তি ঝেড়ে ফেলুন এখানে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত গোপগড় ইকোপার্ক, একদিকে যেমন ইতিহাসের সাক্ষী, তেমনই অন্যদিকে প্রকৃতির এক অনন্য রূপের প্রতিফলন। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, নিসর্গের কোলে তৈরি হয়েছে এই সুন্দর পার্কটি, যা এখন হয়ে উঠেছে জেলার অন্যতম জনপ্রিয় ঘুরে দেখার জায়গা।
advertisement
advertisement
স্থানীয় মতে, এই এলাকার সঙ্গে জুড়ে রয়েছে ইতিহাসের কাহিনী। তবে গোপগড় আজ শুধুমাত্র ইতিহাস নয়, এটি এখন প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোরম ঠিকানা। বিশাল জলাশয়, সবুজ ঘাসে মোড়া পথ, গাছপালার ছায়ায় তৈরি হাঁটার রাস্তা—সব মিলিয়ে এক নিস্তব্ধ অথচ প্রাণবন্ত পরিবেশ। সঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণ ও এখানকার নিরিবিলি আবহ মানুষকে টানে বারবার। শীতের মরশুমে যখন পরিবার ও বন্ধুবান্ধব মিলে পিকনিক করার পরিকল্পনা করেন তখনই ঘুরে দেখতে পারেন এই জায়গা।
advertisement
আরও পড়ুনঃ মুখে তুললেই শরীরে ক্যালসিয়ামের প্রবেশ! মাছ-সহ রোজের ৫ খাবারেই লোহার মতো শক্ত হাড়, হাঁটু-কোমরে ব্যথার ছুটি
এই পার্ক শুধুমাত্র ঘুরে দেখার জন্য নয়, বিভিন্ন ছোট বড় মিটিং, অনুষ্ঠান করা যাবে এখানে। পিকনিক করার জন্য সুব্যবস্থা রয়েছে। সেড দেওয়া স্পট ৪০০ টাকা, সেড ছাড়া ২০০। রাত্রিবাসে জন্য কটেজ তৈরি হচ্ছে। দু’দিকে ঝাউগাছে মোরা কংক্রিটের রাস্তা। যেন এক টুকরো উত্তরবঙ্গ। শুধু বিকেলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সময় কাটান নয়, প্রি-ওয়েডিং ফটোশুটের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে গোপগড় ইকোপার্ক। নবদম্পতিরা তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনাকে চিরস্থায়ী করে রাখার জন্য এখানে আসেন। জলাশয়ের ধারে সূর্যাস্তের রঙে মিশে থাকা ছবি যেন গল্প বলে প্রেম ও প্রকৃতির মেলবন্ধনের।
advertisement
স্থানীয় প্রশাসনের উদ্যোগে পার্কের ভিতরে বসার জায়গা, আলো, শিশুদের জন্য খেলার সরঞ্জাম, রয়েছে। এর ফলে এখন গোপগড় ইকোপার্ক শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, বরং হয়ে উঠেছে এক পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র। সপ্তাহের শেষে পরিবার নিয়ে সময় কাটানোর এক আদর্শ জায়গা এই গোপগড়। প্রকৃতি, ইতিহাস আর শান্তির মেলবন্ধন যেখানে এক সঙ্গে অনুভব করা যায়—সেই জায়গার নামই গোপগড় ইকোপার্ক।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: মেদিনীপুরে উত্তরবঙ্গের স্বাদ, প্রকৃতির কোলে এক টুকরো স্বপ্ন নগরী, হালকা শীতে ঘুরে আসুন
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement