TRENDING:

দীঘা যাওয়ার টিকিট কাটাই ছিল, কিন্তু যাওয়ার আগেই বিঘ্ন... কালনার বাস ডিপোতে ব্যাপক আন্দোলন

Last Updated:

সাত দফা দাবিতে অস্থায়ী কর্মীরা শনিবার থেকে আন্দোলন শুরু করলেন। সমস্যায় কালনা-দীঘা, কালনা-কলকাতা রুটের যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কালনা: এবার  কর্মবিরতি শুরু হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এস বি এস টি সি) র কালনা ডিপোতে। সাত দফা দাবিতে অস্থায়ী কর্মীরা শনিবার থেকে আন্দোলন শুরু করলেন। সমস্যায় কালনা-দীঘা, কালনা-কলকাতা রুটের যাত্রীরা। কর্মীর অভাবে বেশিরভাগ বাস চলছে না। পুজোর আগে সপ্তাহের শেষে দীঘা যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছিলেন অনেকেই, পাস না পেয়ে চূড়ান্ত হতাশ হলেন সেই সব ভ্রমণার্থীরা।
advertisement

গত তিন দিন ধরে জেলার সদর শহর বর্ধমানে এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা অবস্থান বিক্ষোভ করছেন। দুর্গাপুর, আসানসোল, সিউড়িতেও তাঁদের আন্দোলন চলছে। এবার কালনাতেও শুরু হল এসবিএসটির অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।

আরও পড়ুন: গঙ্গা দূষণ ঠেকাতে দুর্গাপুজোয় কলকাতার এক বনেদি বাড়ির ব্যতিক্রমী উদ্যোগ

সামনেই বাঙালির শারদ উৎসব। এই শারদ উৎসবে আগে কর্মবিরতি ডাকে এসবিএসটির কালনা ডিপো থেকে বাস চলাচল একেবারেই অনিয়মিত হয়ে পড়ায় বিপাকে সাধারণ মানুষ ও পর্যটকেরা। আগাম টিকিট কাটা থাকলেও অনেকেই এদিন বাস না পেয়ে দুর্ভোগে নাজেহাল হন। মন্দির শহর কালনায় বেড়াতে এসে বাস না পেয়ে সমস্যার মধ্যে পড়েন পর্যটকদের অনেকেই।

advertisement

আরও পড়ুন: পেট্রোল পাম্পে আসা মানুষদের উপদেশ, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে তৃণমূল

এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সংস্থার চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী সকলের কাছেই বেতন বৃদ্ধি, স্থায়ীকরণের দাবি জানিয়ে আসা হচ্ছিল। কিন্তু এতদিন সেই দাবিতে কোনও রকম কর্ণপাত করা হয়নি। তাই পুজোর আগে কর্ম বিরতি শুরু করা হয়েছে। দাবি মানার প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত আন্দোলন চলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত দুদিনের মতো এদিনও বাসের সংখ্যা অনেক কম ছিল। তার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। পুজোর মুখে এই কর্মবিরতির জেরে বিপাকে ছোট ব্যবসায়ীরা। অনেকে এই সময় পুজোর বাজার করতে কলকাতায় যান। পথে বেরিয়ে হয়রানি শিকার হতে হয়েছে তাদেরও। এমনিতেই বর্ধমান হাওড়া কর্ড ও মেন লাইনে ট্রেন চলাচল অনিয়মিত৷  রেললাইনের সম্প্রসারণের কাজের জন্য এই দুই শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তার ওপর বাস চলাচলের অনিয়মিত হয়ে পড়ায় সমস্যায় যাত্রীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দীঘা যাওয়ার টিকিট কাটাই ছিল, কিন্তু যাওয়ার আগেই বিঘ্ন... কালনার বাস ডিপোতে ব্যাপক আন্দোলন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল