পেট্রোল পাম্পে আসা মানুষদের উপদেশ, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে তৃণমূল

Last Updated:

পেট্রোল পাম্পে তেল নিতে আসা সমস্ত মানুষদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোঝানো হয় কেন্দ্ৰ সরকার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে না।

#মুর্শিদাবাদ: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস৷ অমিত শাহের ছবি দেওয়া 'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু' লেখা টিশার্ট পরে শনিবার বহরমপুর রানিবাগান পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালেন পৌরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়-সহ তৃণমূল কর্মী ও সমর্থকেরা। পেট্রোল পাম্পে তেল নিতে আসা সমস্ত মানুষদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোঝানো হয় কেন্দ্ৰ সরকার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে না।
যে টাকায় মানুষ পেট্রোল ডিজেল কিনছেন, তার মধ্যে একটা মোটা টাকা কর হিসেবে কেন্দ্রীয় সরকার নিয়ে নেয়। সেই টাকা যদি কেন্দ্রীয় সরকার মকুব করত, তাহলে এত দাম বৃদ্ধি হত না। কেন্দ্র শুধু সাধারণ মানুষদের ভুল বোঝানোর চেষ্টা করছে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন নাড়ু গোপাল।
advertisement
advertisement
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরোধিতায় 'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু' কর্মসূচী পালিত হল জেলাজুড়ে৷ শনিবার হরিহরপাড়া ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল পাম্পে পথসভা করে বিক্ষোভ কর্মসূচী করা হয়। উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল সভাপতি জিল্লার রহমান, ব্লক তৃণমূল নেতা জয়নাল আবেদীন-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী।
advertisement
পাশাপাশি নবগ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পলসন্ডা মোড়ের পেট্রোল পাম্পে এই বিক্ষোভ কর্মসূচী করা হয়। উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল সভাপতি রাজেন সাহানি ও অন্যান্য নেতা কর্মী।
মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালবাগের একটি পেট্রোল পাম্পে টিশার্ট পরে পিকেটিং করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোঃ আকবরী, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত সরকার-সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।
advertisement
মূল্যবৃদ্ধির প্রতিবাদে দৌলতাবাদ পেট্রোল পাম্পে চার অঞ্চল মিলে পথসভা করে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। শনিবার সকাল থেকে সামশেরগঞ্জের ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় দুটি পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানান তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেট্রোল পাম্পে আসা মানুষদের উপদেশ, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement