একাধিক দাবি নিয়ে সিটি সেন্টারের কাছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
গণ অবস্থানের শেষে ২২ জন ছাত্র ছাত্রীরা এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন।
#আগরতলা: পশ্চিম ত্রিপুরা (সদর) জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার আগরতলা সিটি সেন্টারের কাছে রাজ্যের বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ আরও অনেক দাবি নিয়ে এক বৃহত্তর গণ অবস্থান সংগঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা, প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি পান্না দেব, পশ্চিম ত্রিপুরা সদর জেলা কনভেনর পীযূষ কান্তি দেব রায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদ ইনচার্জ নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
আরও পড়ুন: তৃণমূলের টিকিটে সাংসদ কেন হয়েছিলেন? মমতাকে দুঃখ দিতে চাননি, দাবি মিঠুনের
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আজকে পশ্চিম জেলার কনভেনর পীযুষ দেব রায়ের উদ্যোগে সিটি সেন্টারের নিকট তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান কারণ মানুষকে জানাতে হবে যে আজকের এই সরকার কী ভাবে ত্রিপুরা জুড়ে অনুন্নয়ন করে রেখেছে। আজকে এমন অবস্থা আয় যে বাড়বে তার ব্যবস্থা রাজ্য সরকার করেনি, উল্টে জিনিস পত্রের দাম অগ্নিমূল্য। কোথায় ডবল ইঞ্জিন সরকার? আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, এই রাজ্যের মানুষের অসহায় অবস্থা, জিনিস পত্রের দাম বেড়ে যাচ্ছে। তাছাড়া গণতন্ত্র নেই, বেকারত্ব, শিক্ষা - স্বাস্থ্য নৈরাজ্য। একাধিক দাবি নিয়ে আমরা আজকে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছি।"
advertisement
advertisement
পাশাপাশি গণ অবস্থানের শেষে ২২ জন ছাত্র ছাত্রীরা এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2022 9:16 PM IST