Mithun Chakraborty: তৃণমূলের টিকিটে সাংসদ কেন হয়েছিলেন? মমতাকে দুঃখ দিতে চাননি, দাবি মিঠুনের

Last Updated:

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন মিঠুন৷

মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু' বার অনুরোধ করেছিলেন বলেই তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হতে রাজি হয়েছিলেন তিনি৷ এ দিন কলকাতায় বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন মিঠুন৷ ২০১৬ সালের ডিসেম্বর মাসে সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি৷
একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দারুণ সুসম্পর্ক ছিল মিঠুনের৷ তৃণমূল সাংসদ হওয়ার জন্যও এ দিন মমতার সঙ্গে সম্পর্ককেই কারণ হিসেবে দাবি করেছেন মহাগুরু৷
advertisement
advertisement
মিঠুন এ দিন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আগেও একবার সাংসদ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন৷ তখন আমি না বলেছিলাম৷ তাই দ্বিতীয় বার আর না বলতে চাইনি৷ কারণ তাতে উনি দুঃখ পেতে পারতেন৷'
এ দিন অবশ্য মিঠুন দাবি করেছেন, কোনও দিনই ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নন তিনি৷ তাঁর লড়াই নীতির বিরুদ্ধে৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন মিঠুন৷ ভোট প্রচারেও পুরোদমে অংশ নেন মিঠুন৷ শেষ পর্যন্ত জল্পনা থাকলেও মিঠুন অবশ্য ভোটে প্রার্থী হননি৷ এ দিন অবশ্য সাম্প্রতিক এসএসসি দুর্নীতিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়েও মন্তব্য করেছেন বিজেপি নেতা৷ মিঠুনের কথায়, 'এত টাকা উদ্ধার হচ্ছে দেখে হতাশ লাগে৷ অভিনেতা হিসেবে আমার প্রতিভা থাকা সত্ত্বে ১০০ কোটি টাকা রোজগার করতে পারলাম না৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty: তৃণমূলের টিকিটে সাংসদ কেন হয়েছিলেন? মমতাকে দুঃখ দিতে চাননি, দাবি মিঠুনের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement