বিখ্যাত এই প্রশিক্ষকের উপস্থিতিতে বসিরহাটে অনুষ্ঠিত হল, এমটিবিএসএ অপেশাদার মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ ২০২৫। যা আয়োজন করে য়াই থাই ও মুয়াই বোরান স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ( MTBSA)। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারীরা নিজেদের যুদ্ধকলা, মনসংযম ও কৌশলের অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন।
আরও পড়ুন : এবার দীপাবলিতে মাত্র ৫০ টাকায় বাড়ি সাজান অন্যভাবে, নিয়ে আসুন ‘এই’ পুতুল প্রদীপ
advertisement
তাদের পারফরম্যান্সে মুগ্ধ হন উপস্থিত গ্র্যান্ডমাস্টার স্বয়ং। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে , এই প্রতিযোগিতার মাধ্যমেই থাইল্যান্ডের প্রশিক্ষক কয়েকজন প্রতিযোগীকে নির্বাচিত করবেন আন্তর্জাতিক স্তরের বিশেষ প্রশিক্ষণের জন্য। আগামী দিনে তাদের থাইল্যান্ডে গিয়ে খেলার সুযোগও মিলবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বসিরহাটের মানুষ প্রত্যক্ষ করলেন এক বিরল মুহূর্ত। যেখানে স্থানীয় মাটিতে থাই সংস্কৃতি , ক্রীড়া ও আন্তর্জাতিক মার্শাল আর্ট একসূত্রে গাঁথা হল। থাইল্যান্ড থেকে আগত প্রশিক্ষকের উপস্থিতি শুধু এই প্রতিযোগিতার গরিমা বাড়ায়নি, বরং বসিরহাটের ক্রীড়া ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।