জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ তার মাথার দাম রেখেছে ১০ লক্ষ টাকা। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার করিডোর তৈরি করার পরিকল্পনার দায়িত্বে ছিলেন এই শীর্ষ নেতা। বর্তমানে ওই শীর্ষ মাওনেতা ইস্ট্যার্ন রিজিওনাল বুরোর সদস্য ছিলেন। জঙ্গলমহল পুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
advertisement
আরও পড়ুন: সুজিত বসুর বাড়িতে শুধু তল্লাশিই নয়, আরও একটি কাজ করছে ইডি! ফাঁকা লেক টাউন
পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পুরুলিয়া জেলা পুলিশের এই কাজকে বড়সড় সাফল্য হিসাবে দেখছে রাজ্য পুলিশ। শুক্রবার পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে একটি সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কেন সুজিতের বাড়িতে ইডি, রয়েছে ‘বড়’ কারণ! তাপসের অফিসেও মহিলা অফিসারের তল্লাশি
ইতিপূর্বেও এই মাও নেতা গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতেন। ২০২১ সালের পর একাধিকবার পুলিশের হাত থেকে তিনি ফসকে যান।অতঃপর এনআইএ ২০২২ সালের জুন মাসে তার মাথার দাম ধার্য করে। এরপর থেকেই বিভিন্ন রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল সব্যসাচী গোস্বামীকে। অবশেষে পুরুলিয়া জেলা পুলিশের জালে ধরা পড়লেন মাওবাদী মোস্ট ওয়ান্টেড এই নেতা।
—– শর্মিষ্ঠা ব্যানার্জি