Ed Raid: কেন সুজিতের বাড়িতে ইডি, রয়েছে 'বড়' কারণ! তাপসের অফিসেও মহিলা অফিসারের তল্লাশি

Last Updated:

Ed Raid: সন্দেশখালির ঘটনার পর আজ অভিযানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক সিআরপিএফ। হেলমেট পরে ডিউটি করছেন সিআরপিএফ জওয়ানরা।

চাপে সুজিত-তাপস
চাপে সুজিত-তাপস
কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ভোরেই দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইডি। সকাল সাতটা নাগাদ মন্ত্রীর লেকটাউনের দু’টি বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। শুধু সুজিত বসুই নন, তৃণমূলের আরেক বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সন্দেশখালির ঘটনার পর আজ অভিযানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক সিআরপিএফ। হেলমেট পরে ডিউটি করছেন সিআরপিএফ জওয়ানরা। ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকলমন্ত্রী সুজিত বসু। এদিকে, তাপস রায়ের 105, বিবি গাঙ্গুলী স্ট্রিটের বাড়িতেও হানা দিয়েছে ইডি। তাপস রায়ের বাড়ির অফিসের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি।
advertisement
advertisement
এদিকে, নিজের আত্মীয় ও ঘনিষ্ঠদের উত্তর দমদম পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন সুবোধ। ইডির তদন্তে এই তথ্য উঠে এসেছে। তারই ভিত্তিতে সুবোধকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে হানা দিয়েছে ইডি।
advertisement
প্রসঙ্গত, এর আগে পুর নিয়োগ দুর্নীতির মামলায় সুজিতকে তলব করেছিল অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছরের ৩১ অগস্ট তাঁকে ডেকে পাঠিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতের বাড়িতে হানা দিয়েছে ইডি। ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই সূত্র ধরেই ইডি শুক্রবার সকালে দমকলমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ed Raid: কেন সুজিতের বাড়িতে ইডি, রয়েছে 'বড়' কারণ! তাপসের অফিসেও মহিলা অফিসারের তল্লাশি
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement