Sujit Bose: সুজিত বসুর বাড়িতে শুধু তল্লাশিই নয়, আরও একটি কাজ করছে ইডি! ফাঁকা লেক টাউন

Last Updated:

Sujit Bose: সন্দেশখালির ঘটনার পর আজ অভিযানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক সিআরপিএফ। হেলমেট পরে ডিউটি করছেন সিআরপিএফ জওয়ানরা।

কলকাতা: দুটি বাড়িতে তল্লাশির পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রে এমনই খবর। পুর নিয়োগ দুর্নীতিতে তদন্তে শুক্রবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইডি। এদিন সকাল সাতটা নাগাদ মন্ত্রীর লেকটাউনের দু’টি বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকাজুড়ে চলছে টহলদারি। কেবল সুজিত বসুই নন, তৃণমূলের আরেক বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সন্দেশখালির ঘটনার পর আজ অভিযানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক সিআরপিএফ। হেলমেট পরে ডিউটি করছেন সিআরপিএফ জওয়ানরা। ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকলমন্ত্রী সুজিত বসু। এদিকে, তাপস রায়ের 105, বিবি গাঙ্গুলী স্ট্রিটের বাড়িতেও হানা দিয়েছে ইডি। তাপস রায়ের বাড়ির অফিসের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি।
advertisement
advertisement
এদিন ভোর হতে না হতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এলাকায় পৌঁছে যান ইডি আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকাই ছেয়ে যায় কেন্দ্রীয় বাহিনীতে। তারপর দমকলমন্ত্রী সুজিত বসু যে বাড়িতে থাকেন সেখানে পৌঁছয় ইডির টিম। সেখানে চলছে তল্লাশি, একইসঙ্গে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদও করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
advertisement
এদিকে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সুবোধ চক্রবর্তীর বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি৷ নিজের আত্মীয় ও ঘনিষ্ঠদের উত্তর দমদম পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন সুবোধ। এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷ ইডির তদন্তে এই তথ্যই উঠে এসেছে। তার ভিত্তিতেই সুবোধকে জিজ্ঞাসাবাদ করতে আজ, শুক্রবার তাঁর বাড়ি পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা ৷ বিরাটি খলিসাকোটা পল্লিতে পৌঁছে যায় ইডির টিম ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sujit Bose: সুজিত বসুর বাড়িতে শুধু তল্লাশিই নয়, আরও একটি কাজ করছে ইডি! ফাঁকা লেক টাউন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement