আরও পড়ুন: হুড়মুড় করে কমছে বাংলাদেশের টাকার দাম, ভারতের ১০০ টাকা মানে পদ্মাপারের কত হল জানেন?
মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ মোমিনপাড়া রাজ্য সড়কের আশপাশে সপ্তাহখানেকের মধ্যে প্রায় ১৫টিরও বেশি সারমেয়র মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে রাস্তার ধারে শুয়ে রয়েছে আরও অন্ততপক্ষে পাঁচটি সারমেয়। কিন্তু হঠাৎ এমন হওয়ার কারণ কী? কোন রোগে মারা যাচ্ছে কুকুর? নির্দিষ্ট একটি এলাকাতেই সারমেয় কুকুরের এভাবে অস্বাভাবিক মৃত্যুতে অবাক হচ্ছেন এলাকাবাসীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন বাসিন্দারা।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঠান্ডার এই মরশুমে সুস্থ অবস্থায় বেড়াতে বেড়াতে হঠাৎ অসুস্থ হয়ে শুয়ে পড়ছে কুকুরগুলো, তারপর আর উঠতে পারছে না। খাবার দিলেও খেতে পারছে না। দিন দুয়েক একই ভাবে শুয়ে থাকার পর মৃত্যু হচ্ছে কুকুর গুলোর। পচা দুর্গন্ধের ভয়ে নিজেরাই দূরে ফেলে আসছেন মৃত কুকুরগুলোকে। বিষয়টি নিয়ে প্রশাসনকে নজর দেওয়ার দেওয়ার আহবান জানিয়েছেন সুতি থানা এলাকার মোমিনপাড়ার বাসিন্দারা। তবে যে সমস্ত সারমেয় অসুস্থ আছে তাদের চিকিৎসা করানো হচ্ছে স্থানীয় ভাবেই।
প্রাণীসম্পদ দফতরের চিকিৎসক ডাঃ শুভাশিস ঘোষ জানিয়েছেন, বর্তমানে প্রবল ঠান্ডার কারণে এই ঘটনা হতেও পারে। তবে কোনও কারণে খাদ্যে বিষক্রিয়ার ফলেও এই ঘটনা হয়ে থাকতে পারে। বর্তমানে যে সারমেয়গুলো অসুস্থ আছে তাদের চিকিৎসা করানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারি করা হচ্ছে বলেও জানা গিয়েছে।