Local Train: স্টেশনে বিভীষিকা! ট্রেনে উঠবেন বলে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা, তাঁর সঙ্গে যা হল... স্টেশনে যেতেই ভয় লাগবে

Last Updated:

Local Train fraud case: শান্তিপুর রেলওয়ে প্লাটফর্মে এক বৃদ্ধার সঙ্গে টাকার লোভ দেখিয়ে যা হল, চমকে যাবেন আপনিও! একটি ১০০ টাকায় মোরা খবরের কাগজের বান্ডিল পেয়ে সম্মোহিত হয়ে ৬০০০০ টাকার সোনার একজোড়া চুরি খুলে দিলেন হাত থেকে। তারপর যা হল...

প্রতারিত বৃদ্ধা
প্রতারিত বৃদ্ধা
নদিয়া: শান্তিপুর রেলওয়ে প্লাটফর্মে এক বৃদ্ধার সঙ্গে টাকা দেখিয়ে যা হল, চমকে যাবেন আপনিও! একটি ১০০ টাকায় মোরা খবরের কাগজের বান্ডিল পেয়ে সম্মোহিত হয়ে আনুমানিক ৬০ হাজার টাকার সোনার একজোড়া চুরি খুলে দিলেন হাত থেকে। একপ্রকার সম্মোহিত হয়েই নকল টাকার একটি বান্ডিল হাতে নিয়ে আসল সোনার চুড়ি খুলে রাখলেন ব্যাগে। কিন্তু, ব্যাগ থাকলো কাঁধে অথচ তার মধ্যে নেই সোনার ওই চুরি! চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে।
শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের থানার মোড় আনন্দময়ী তলার ৮৫ বছর বয়সি সান্ত্বনা রায় একমাত্র মেয়ে জামাইকে নিয়ে থাকেন। আজ সকালে দশটার ট্রেনে কল্যাণীতে চিকিৎসার উদ্দেশে তিন নম্বর প্লাটফর্মে প্রতীক্ষায় ছিলেন ট্রেন আসার। এরই মধ্যে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি তার পাশে বসে জিজ্ঞাসা করেন এখানে কোনও টাকার বান্ডিল পড়েছে কি না, তার কিছুটা বাদেই এক ব্যক্তি ওই টাকার বান্ডিলে ৬০ হাজার টাকার প্রাপ্তি স্বীকার করে জমা রাখেন বৃদ্ধার কাছে, এরই মধ্যে বৃদ্ধাকে ওই দুই ব্যক্তি নিয়ে যায় প্লাটফর্মের শেষে প্রায় কারসেডের কাছাকাছি নির্জন রেল লাইনের উপর।
advertisement
advertisement
এরপর টাকা হারানো ব্যক্তি খুশি হয়ে ৫০ টাকা ওই বৃদ্ধার কাছ থেকে নিয়ে দেন বান্ডিল কুড়িয়ে পাওয়া ওই ব্যক্তিকে। একই সঙ্গে বৃদ্ধাকে একটি তালা দেওয়া কালো ব্যাগ দিয়ে অনুরোধ জানান হাতের সোনার চুড়ি দুটো খুলে ব্যাগের মধ্যে রাখতে, টাকার ওই বান্ডিলের সঙ্গে তিনি সোনার চুরি দুটো ব্যাগের মধ্যে রাখেন। এরপর তাকে টোটো ডেকে থানার মোড়ে যাওয়ার উদ্দেশে তুলে দেন ওই ব্যক্তি এবং তিনি জানান সেখানে দাঁড়িয়ে থাকতে তিনি পেছনে যাচ্ছেন।
advertisement
থানার মোড়ে এসে বৃদ্ধা দেখেন টাকার বান্ডিলে উপরে একটি ১০০ টাকার নোট থাকলেও পুরোটাই খবরে কাগজে ভরা। অন্য দিকে, তাঁর চুরি দুটোও নেই। বিষয়টি মেয়েকে জানিয়ে প্রতিবেশীদের নিয়ে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে সেখান থেকে জানানো হয়, রেলওয়ে স্টেশনের ঘটনা তাই আরপিএফে অভিযোগ জানাতে হবে। এরপর বৃদ্ধার পরিবার থেকে শান্তিপুর স্টেশন মাস্টার এবং আরপিএফে অভিযোগ জানাবেন বলে জানান।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train: স্টেশনে বিভীষিকা! ট্রেনে উঠবেন বলে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা, তাঁর সঙ্গে যা হল... স্টেশনে যেতেই ভয় লাগবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement